X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আদেশ ৭ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৬

শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আদেশ ৭ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলা গ্রহণ বিষয়ে আদেশের জন্য আগামী ৭ অক্টোবর ধার্য করেছেন আদালত। রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এই তারিখ নির্ধারণ করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি মামলাটি দায়ের করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে নথী পর্যালোচনা শেষে পরে আদেশ বলে বিচারক জানিয়েছিলেন। এরপর আদেশের জন্য পরবর্তী তারিখ ২২ সেপ্টেম্বর নির্ধারণ করেন আদালত।

বাদী পক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট ফিরোজুর রহমনা মন্টু।

মামলার অভিযোগ থেকে জানা গেছে,  ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদী তার বাসায় ডিভিসি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেখতে পান আসামি বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু জনমনে রোষ, ভীতি, আতঙ্ক, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেন। দুদু বলেছেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছেন, সেভাবে শেখ হাসিনাও বিদায় হবেন।’ পরবর্তী সময়ে এই বক্তব্য বিভিন্ন টিভি চ্যানেল, ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েন। এতে জনমনে চরম ভীতি সৃষ্টি হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, আসামি এ বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। তিনি তাকে হত্যাচেষ্টা করছেন বলেও এজাহারে অভিযোগ করা হয়।

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী