X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ডিএনসিসির অভিযানে দুই জনের কারাদণ্ড, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:২০

ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান

ফুটপাত ও সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দুই জনকে কারাদণ্ড ও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরা এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম, সাজিদ আনোয়ার, আব্দুল হামিদ মিয়া ও জুলকার নাইন এসব অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানটি উত্তরার সোনারগাঁও জনপথ থেকে শুরু হয়ে গরীবে নেওয়াজ এভিনিউ, রবীন্দ্র সরণি এবং মাসকট প্লাজার পেছনে গিয়ে শেষ হয়। এতে প্রায় তিন শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয় বলে দাবি করেছে ডিএনসিসি।

অভিযানে বাধা দেওয়ার অভিযোগে ১ ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড, অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করায় আরও ১ জনকে ৭ দিনের কারাদণ্ড এবং ২টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে হাংরি ডাককে ২ লাখ টাকা ও ‘খাজানাকে’ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযানকালে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন,  ‘অনেকেই ফুটপাত দখল করে অবৈধ বাণিজ্য করছেন। বিভিন্ন ধরনের রাজনৈতিক অফিস নির্মাণ করেছেন। যদিও সিটি করপোরেশন সুন্দর সুন্দর রাস্তা তৈরি করে। পথচারীদের জন্য ফুটপাত তৈরি করে। কিন্তু ফুটপাত দখল করে বাণিজ্য করায় জনগণ ফুটপাত ব্যবহার করতে পারে না। তাই তারা ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে আসে। তাই ফুটপাতে কোনও রকম বাণিজ্য চলবে না। কোনও রকম রাজনৈতিক কার্যালয় থাকতে পারবে না। আমি সকলকে অনুরোধ করছি আপনারা আমাদের ফুটপাতগুলো মুক্ত করে দেবেন। মানুষ ফুটপাত দিয়ে হাঁটলে রাস্তায় গাড়ি নির্বিঘ্নে চলতে পারবে। কোনও যানজট থাকবে না।

মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতির ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমাদের সবাইকে এই শহরটাকে ভালোবাসতে হবে, এই দেশটাকে ভালোবাসতে হবে। ফুটপাতে হকাররা আছেন। অনেক বড় বড় মার্কেটের সিঁড়ি রয়েছে ফুটপাতের ওপর। জনগণকে কষ্ট দিয়ে নিজেদের স্বার্থে কোনও কিছু করতে দেওয়া হবে না। জনগণ সবার আগে।

অভিযানকালে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধ্রুব এষ হাসপাতালে
ধ্রুব এষ হাসপাতালে
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
ধীরে ধীরে সচল হচ্ছে দুবাই বিমানবন্দর
ধীরে ধীরে সচল হচ্ছে দুবাই বিমানবন্দর
সোনার দামে সর্বোচ্চ রেকর্ড
সোনার দামে সর্বোচ্চ রেকর্ড
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট