X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শিমুল বিশ্বাসকে পাসপোর্ট দিতে বলা হাইকোর্টের রায় স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৪

শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নতুন পাসপোর্ট সরবরাহ করার নির্দেশ দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৩ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। তিনি বলেন, ‘২৯ আগস্ট হাইকোর্ট বিভাগ তার পাসপোর্ট দিতে যে রায় দিয়েছেন, তা আজ  স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।’

এর আগে গত ২৯ আগস্ট শিমুল বিশ্বাসকে সাত দিনের মধ্যে নতুন পাসপোর্ট সরবরাহের রায় দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিল। পরে ওই রায় স্থগিত চেয়ে আপিল আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ সংক্রান্ত রিটের ওপর জারি করা রুল যথাযথ ঘোষণা করে  বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।

শিমুল বিশ্বাসের পাসপোর্ট হারিয়ে যাওয়ায় তিনি গত ৪ জুন নতুন পাসপোর্ট চেয়ে পাসপোর্ট অফিসে আবেদন জানান। এরপর পাসপোর্ট অফিস থেকে তাকে একটি স্লিপ দেওয়া হয়।

স্লিপ অনুযায়ী অফিসে পাসপোর্ট নিতে গেলে শিমুল বিশ্বাসকে জানানো হয়, ‘শিমুল বিশ্বাস বিএনপি নেতা। বিএনপি নেতা হিসেবে তাকে পাসপোর্ট দেওয়া যায় কিনা তা বিবেচনা করার জন্য পুলিশ হেডকোয়ার্টারের মতামত জানতে চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনও মতামত আসেনি। তারপর পাসপোর্ট না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়