X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডেন্টাল ভর্তি পরীক্ষা ১ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

বিডিস

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) প্রথম বর্ষে (২০১৯-২০) ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। সময় সূচি অনুযায়ী—আগামী ১ নভেম্বর ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা চলবে।

এই পরীক্ষার আবেদনপত্র নেওয়া শুরু হবে ২৫ সেপ্টেম্বর।  

স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ নভেম্বর আবেদন শুরু হয়ে চলবে ১৬ অক্টোবর। আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

২৫ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। টেলিটক সিমের মাধ্যমে ১ হাজার টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট www.dghs.gov.bd-এ অনলাইনে ফরম পূরণসহ ভর্তিসংক্রান্ত সব তথ্য জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০১৬ ও ২০১৭ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৮ ও ২০১৯ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থ, রসাযন ও জীববিজ্ঞানসহ যারা উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আর এসব পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৯ হতে আর জীববিজ্ঞানে ন্যূনতম ৩ দশমিক ৫ থাকতে হবে।

এক ঘণ্টার এই এমসিকিউ প্রশ্নের পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, পদার্থবিদ্যায় ২০, ইংরেজিতে ১৫, সাধারণ জ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধে ১০ নম্বর থাকবে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নাম্বার কাটা যাবে। যারা ৪০-এর নিচে নম্বর পাবেন, তারা অকৃতকার্য বলে গণ্য হবেন।

 

/জেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া