X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৪শ’র নিচে নেমে এলো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৪

ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় (২৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৯৮ জন। মধ্য জুলাইয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার পর থেকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ নাগাদ চারশো’র নিচে নেমে এলো ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। কন্ট্রোল রুমের দেওয়া তথ্য মতে,দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আগের দিনের (২৪ সেপ্টেম্বর) তুলনায়  ১৫ শতাংশ কমেছে।

জানা যায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৬৯ জন। সোমবার (২৩ সেপ্টেম্বর) এ সংখ্যা ছিল ৪৬১ জন। রবিবার (২২ সেপ্টেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হন ৪৩০ জন। তার আগের দিন শনিবার (২১ সেপ্টেম্বর) ছিল ৪০৮ জন, শুক্রবার (২০ সেপ্টেম্বর) ৫০৮ জন এবং বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রোগী ছিল ৪৯১ জন।

কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৯৮ জনের মধ্যে রাজধানী ঢাকা শহরে ভর্তি হয়েছেন ১৩১ জন, আর রাজধানীর বাইরে ঢাকাবিভাগসহ মোট আট বিভাগে ভর্তি হয়েছেন ২৬৭ জন। অন্যদিকে, এ সময়ের মধ্যে (২৪ ঘণ্টায়) হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৮১ জন। এর মধ্যে রাজধানীর হাসপাতালগুলো থেকে ছাড়পত্র নিয়েছেন ২২৯ জন, আর ঢাকার বাইরের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৩৫২ জন।

এদিকে, সারাদেশে বর্তমানে এক হাজার ৭৫৪ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি আছেন। এর মধ্যে রাজধানীর ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৮০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৬৫ জন। সারাদেশে এরই মধ্যে শতকরা ৯৮ শতাংশ রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলেও কন্ট্রোল রুমের দেওয়া তথ্যে জানা গেছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা  ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এপর্যন্ত মোট ৭৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জুলাই মাসে, এ সংখ্যা ৩২ জন।

আইইডিসিআরের কাছে ২২৪টি মৃত্যুর ঘটনা পর্যালোচনার জন্য পাঠানো হয়েছিল। প্রতিষ্ঠানটির ডেথ রিভিউ কমিটি সেখান থেকে ১২৬টি মৃত্যুর ঘটনা পর্যালোচনা করে ৭৫টি ডেঙ্গুজনিত মৃত্যু বলে নিশ্চিত হয়েছে। এর মধ্যে গত এপ্রিলে তিন জন, জুনে ছয় জন, জুলাইয়ে ৩২ জন, আগস্টে ৩১ জন এবং চলতি মাসে চার জন ডেঙ্গুতে মারা গেছেন।

চলতি মাসে (সেপ্টেম্বর) এপর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫৮ জন বলে তথ্য দিয়েছে কন্ট্রোল রুম।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি