বিলাসবহুল গাড়ির তথ্য চেয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিআরটিএ চেয়ারম্যানের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন দুদক মহাপরিচালক (বিশেষ তদন্ত) আ ন ম ফিরোজ। দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, বিআরটিএ থেকে পাঁচ বছরে ২৫০০ সিসি বা তার বেশি ক্ষমতা সম্পন্ন যেসব ব্যক্তি মালিকাধীন গাড়ির নিববন্ধন দেওয়া হয়েছে তার তথ্য চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ২৮ জুনও একই বিষয়ে বিআরটিএ চেয়রম্যানকে আরও একবার চিঠি পাঠিয়েছিল দুদক।