X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

এরশাদ রংপুরের উন্নয়ন করেননি, আ.লীগের দালালি করেছেন: মির্জা ফখরুল

রংপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৬

রংপুরে বিএনপি প্রার্থী রিটা রহমানের জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বর্তমান সরকার একদিকে ক্যাসিনোর নামে জুয়া খেলে শত শত কোটি টাকা লুট করছে অন্যদিকে জনগণের অধিকার হরণ করছে। আবার ছাত্রলীগ ও যুবলীগ সব কিছু দখল করে নিয়েছে। ফলে এ সরকারের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। 

তিনি আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রংপুর নগরীর পায়রা চত্বরে রংপুর-৩ (সদর ) আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী রিটা রহমানের সমর্থনে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

এসময় তিনি আরও অভিযোগ করেন, প্রয়াত জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর সদর (রংপুর-৩) আসনের সংসদ সদস্য থাকাকালে এই এলাকার উন্নয়ন করেননি বরং আওয়ামী লীগের দালালি করেছেন।  বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি এই নির্বাচনে অংশ নিয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে।

রংপুরে ‍বিএনপি প্রার্থী রিটা রহমানের প্রচারসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব বলেন, আমরা উপনির্বাচনে অংশ নিচ্ছি আমাদের মা গণতন্ত্রের মাতা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলনের অংশ হিসেবে। আওয়ামী লীগ জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে। বিরোধী দলের নেতা-কর্মীদের আটকে রেখে দেশকে কারাগারে পরিণত করেছে। তারা দেশে একদলীয় সরকার কায়েম করার জন্য এসব করছে।

তিনি অভিযোগ করেন, এ আসনে দীর্ঘদিন হুসেইন মুহম্মদ এরশাদ এমপি থাকলেও রংপুরের তেমন কোনও উন্নয়ন করেননি। বরং তিনি এমপি হয়ে আওয়ামী লীগের দালালি করেছেন। সে কারণে আমরা রংপুরের কৃতি সন্তান বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম মশিয়ার রহমান যাদু মিয়ার কন্যা রিটা রহমানকে মনোনয়ন দিয়েছি। তাকে ভোট দিয়ে রংপুরের উন্নয়ন এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

পরে  বিএনপি প্রার্থী রিটা রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়ে সবাইকে এ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এরপর শাপলা চত্বরেও খোলা ট্রাকে আয়োজিত একটি নির্বাচনি জনসভায় ভাষণ দেন তিনি।

সভা শেষে বিকাল সাড়ে চারটার দিকে ট্রাকের ঘটা দুর্ঘটনায় বিএনপি মহাসচিবের বাম হাত কেটে যায়। সেইসঙ্গে তার ব্লাড সুগার নেমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে বেসরকারি চিকিৎসাকেন্দ্র প্রাইম হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি শামসুজ্জামান শামু।

অপরদিকে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, মহাসচিবের হাত একটু কেটে যাওয়ায় এবং সুগার নেমে যাওয়ায় অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে আধাঘণ্টা অবস্থান করার পর তিনি গাড়িতে করে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রংপুর ত্যাগ করেন। সন্ধা ৭ টার ফ্লাইটে তিনি ঢাকায় ফেরেন।

এদিকে পথসভা গুলোতে  আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল , শ্যামা ওয়াহেদসহ অন্য নেতারা।

 

 

/টিএন/
সম্পর্কিত
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
বার ভাঙচুর: সেই যুবদল নেতা বহিষ্কার
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!