রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিদ্যুতের দাবিতে রাস্তায় নামা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া শটগানের গুলি এক যুবকের চোখে লেগেছে। তার নাম মো. রকি হোসেন (২২)।
শনিবার (৫ অক্টোবর) রকির স্বজনরা দুপুর আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউটে পাঠানো হয়েছে।
রকি পেশায় মোটরসাইকেল মেকানিক। বাবার নাম ভুট্টু মিয়া। তারা জেনেভা ক্যাম্পে থাকেন। তার ডান চোখে গুলি লেগেছে।
রকির খালাতে ভাই মিঠু বলেন, রকি জেনেভা ক্যাম্পের বাপ্পির মোটরসাইকেল গ্যারেজে কাজ করে। ওইখানে আন্দোলন চলছিল।
রকি আন্দোলনকারী নয় দাবি করে তিনি বলেন, সংঘর্ষ চলাকালীন গুলি এসে তার চোখে লাগে।
ঢামেক হাসপাতালের চক্ষু বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মৌসুমি সুলতানা জেরিন বলেন, ‘আমরা দেখেছি রকির চোখটি অনেকটা বাইরের দিকে বেরিয়ে আসছে, তবে ভেতরের অবস্থা পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।' রকিকে চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।