X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে সব অসম চুক্তি বাতিল করতে হবে: ছাত্র ফেডারেশন

ঢাবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৯, ০২:১৩আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০২:১৫

ভারতের সঙ্গে সব অসম চুক্তি বাতিল করতে হবে: ছাত্র ফেডারেশন

ভারতের সঙ্গে করা অসম চুক্তিকে জনসম্মতিহীন চুক্তি আখ্যা দিয়ে তা বাতিল ও আবরার হত্যার বিচারের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বুধবার (৯ অক্টোবর) দুপুরে সংগঠনের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘দেশব্যাপী সন্ত্রাস ও দুর্নীতি রুখতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। আবরার হত্যা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের ধারাবাহিক নিপীড়ন নির্যাতনের ফলে লাশের মিছিলে আরেকটি নাম যুক্ত হয়েছে মাত্র। ক্ষমতায় টিকে থাকার স্বার্থে সরকার সন্ত্রাসী লালন-পালন করছে।’

গোলাম মোস্তফা আরও বলেন, ‘আওয়ামীলীগের মদদে ছাত্রলীগ ঘাতক তৈরির মেশিন হয়ে গিয়েছে। আবরার হত্যার সঙ্গে জড়িতরা খুনি হিসেবে বুয়েটে ভর্তি হয়নি, সংগঠনটির সাংগঠনিক ক্ষমতাচর্চার সংস্কৃতিই তাদেরকে আজকে হত্যাকারী বানিয়েছে। সরকার লুটপাট করে দেশের বারোটা বাজাচ্ছে আর ছাত্রলীগ ছাত্রহত্যা, সন্ত্রাস, নিপীড়ন-নির্যাতন করে শিক্ষাঙ্গনকে অনিরাপদ করে তুলেছে। এর সব দায় সরকারকেই নিতে হবে।’

সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, ‘আমরা মনেকরি, বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি হবে ভারসাম্যপূর্ণ, সমান সুযোগ-সুবিধা ও মর্যাদার ভিত্তিতে। কিন্তু দিল্লি সফরে যেসব চুক্তি ও সিদ্ধান্ত হয়েছে সেগুলোর কোনোটাই আদতে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা রক্ষা করেনি। উপরন্তু এই সফরের মাধ্যমে ভারত-তোষণ ও নতজানু পররাষ্ট্রনীতির নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে। সুতরাং ছাত্রসমাজ ও দেশপ্রেমিক জনসাধারণকেই জাতীয় স্বার্থবিরোধী সব তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

এতে আরও বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, দপ্তর সম্পাদক এম এইচ রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু রায়হান খান। সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ।

 

/এসআইআর/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা