X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে মেরিটাইম ইনস্টিটিউট কাজ করছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১৮:৪৬আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৮:৫০

চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই)-এ নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ১০ বছরের শাসনামলে নৌপরিবহন সেক্টরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। মেরিটাইম সেক্টরকে উচ্চমাত্রায় নিয়ে গেছেন তিনি, রেটিংসদের মাধ্যমে এসব সাফল্য বিশ্ববাসী জানতে পারবে।’  

মঙ্গলবার (১৫ অক্টোবর) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই)-এ এসব কথা বলেন প্রতিমন্ত্রী। চট্টগ্রাম এনএমআই-এর ২০তম ব্যাচ এবং মাদারীপুর শাখার ৯ম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রচেষ্টা গ্রহণ করেছিলেন কিন্তু আমাদের ব্যর্থতা হলো আমরা বঙ্গবন্ধুকে ধরে রাখতে পারিনি। স্বাধীনতাবিরোধী চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পিছিয়ে দিয়েছিল, এখন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে এনে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছেন এবং তার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সরকার দেশের সব সেক্টরের উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। এক্ষেত্রে শিপিং সেক্টরেরও ভূমিকা রয়েছে।’

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘এনএমআইকে মেরিটাইম কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সরকার এনএমআইতে প্রি-সি ক্যাডেট কোর্স পরিচালনার অনুমতি দিয়েছে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মেরিটাইম কমপ্লেক্স নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। প্রশিক্ষণের গুণগতমান আরও বৃদ্ধির লক্ষ্য এনএমআইতে সিমুলেটর সংগ্রহ করা হবে। এনএমআই-এর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে সমৃদ্ধ করে আন্তর্জাতিক মানে উন্নীত করা থেকে শুরু করে শহীদ শেখ কামাল কমপ্লেক্স ও অ্যাডভান্স ফায়ার ফাইটিং ব্লক নির্মাণ করা হয়েছে।’

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

 

/এসআই/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা