X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আমদানি করা মাছের খাবারে শূকরের উপাদান আছে কিনা, পরীক্ষার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ২২:১১আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২২:৪৮

সুপ্রিম কোর্ট দেশে আমদানি করা মাছের খাবারে শূকরের উপাদান (বাইপ্রোডাক্ট) আছে কিনা, তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। চট্টগ্রাম কাস্টমসে থাকা এসব খাবারের নমুনা সংগ্রহ করে ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে তা পরীক্ষা করে সংশ্লিষ্টদের প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে রবিবার (২০ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস। অন্যদিকে মাছের খাবার আমদানিকারক কোম্পানিগুলোর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এফ হাসান আরিফ।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আমাদের দেশে শূকরের কোনও উপাদান আমদানি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে আপিল আদালত সব চালানের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার নির্দেশ দিয়েছেন। এতে বোভাইন (চতুষ্পদ পশুর উচ্ছিষ্ট) ও পশ্চাইন (শূকরের উচ্ছিষ্ট) আছে কিনা, তা পরীক্ষা করতে বলা হয়েছে।’

প্রসঙ্গত, বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন কোম্পানির প্রায় ৩০ হাজার মেট্রিক টন মাছের খাবারের নমুনা পরীক্ষা করে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নির্দেশ দিয়ে চিঠি দিয়েছিল চট্টগ্রাম কাস্টমস। পরে ওই চিঠির বৈধতা চালেঞ্জ করে ও পণ্য খালাসের নির্দেশনা চেয়ে কোম্পানিগুলোর পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়। পরে হাইকোর্ট তার আদেশে মাত্র একটি কোম্পানির পণ্য খালাসের আদেশ দেন।

এদিকে চট্টগ্রাম কাস্টমস নিজ উদ্যোগে আমদানি করা পণ্য ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করে। ওই পরীক্ষার প্রতিবেদনে এসব খাবারে শূকরের উপজাত আছে বলে উল্লেখ করা হয়। এ অবস্থায় সবক’টি কোম্পানির আমদানি করা পণ্যের নমুনা ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

 

/বিআই/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা আটক
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা আটক
৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণার আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণার আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক: নুর
জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক: নুর
জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে: ধর্ম উপদেষ্টা
জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে: ধর্ম উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট