X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভীতিকর পরিস্থিতি থেকে মুক্তি চায় জেনেভা ক্যাম্পবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৯, ১৫:৫৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৬:০০

এসপিজিআরসির সংবাদ সম্মেলন জেনেভা ক্যাম্পে তৈরি হওয়া ভীতিকর পরিস্থিতি থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তাসহ চার দফা দাবি জানিয়েছে ‘স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটি (এসপিজিআরসি)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিদিনই জেনেভা ক্যাম্পে পাঁচ থেকে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। তাই মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন রাস্তায় আমরা সংগঠনের নেতারা ক্যাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ৫ অক্টোবর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। কিন্তু সেখানে কিছু বহিরাগত যুবক অতর্কিত হামলা চালিয়ে আমাদের শান্তিপূর্ণ প্রতীকী অবস্থান পণ্ড করে। এতে ক্যাম্পবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। কিন্তু ওই ঘটনার পর আজও ক্যাম্পবাসীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ভয়ে কেউ ক্যাম্প থেকে বের হতে পারছেন না।
এ সময় জেনেভা ক্যাম্পবাসীদের জন্য সংগঠনের পক্ষ থেকে চারটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, ক্যাম্পবাসীরা যাতে নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে সে নিশ্চয়তা, গত ৫ অক্টোবরের ঘটনায় এসপিজিআরসির কেন্দ্রীয় নেতা এবং সাধারণ ব্যবসায়ীদের নামে করা মামলা প্রত্যাহার, ১৩ জেলায় ৭০টি় ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ বহাল ও সকল ক্যাম্পবাসীর পুনর্বাসন না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম বন্ধ এবং ক্যাম্পবাসীদের পুনর্বাসনের ফ্ল্যাট নয়, বিনামূল্যে জমি প্রদানের ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক এম শওকত আলীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

 

/এইচএন/ওআর/
সম্পর্কিত
ভুয়া পুলিশ সদস্য আটক
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?