X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

লাইসেন্স ছাড়াই বিক্রির উদ্দেশ্যে ‘ভাই’য়ের বাড়িতে মদের গোডাউন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ০৪:২৫আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৪:৪৭

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান

রাজধানীর গুলশান দুই নম্বর এলাকায় আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে মদের গোডাউন ও মিনি বার-এর সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। লাইসেন্স ছাড়াই এখানে মদের গোডাউন ও মিনি বার গড়ে তোলা হয়; যেখানে বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ মজুদ করা হতো। রবিবার (২৭ অক্টোবর) রাতে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান সাংবাদিকদের একথা জানান।

এর আগে এদিন সন্ধ্যার পর আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশান-২-এর ৫৭ নম্বর রোডের ১১/এ ও ও ১১/বি নম্বর বাসায় অভিযান চালানো হয়। এ অভিযানে মদের গোডাউন ও মিনি বার-এর সন্ধান পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় এখান থেকে ক্যাসিনোর বিভিন্ন সরঞ্জাম, চার কেজি সিসা মাদক (দুই প্যাকেট) ও সেবনের সরঞ্জাম, ৩৮২ বোতল বিদেশি মদ, ২শ’ গ্রাম গাজা এবং ২৪ ক্যান বিয়ার জব্দ করা হয়। এ ছাড়া, ওই ভবনে থাকা আজিজের ছোট ভাই রাজা মোহাম্ম‌দ ভাইয়ের বাসা থে‌কে ১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে ভবনের কেয়ারটেকার নবীন ও পারভেজকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।

বাড়িতে মদের গোডাউন, ইনসেটে আজিজ মোহাম্মদ ভাই

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান বলেন, ‘অভিযানে বাড়ির দুই কেয়ারটেকারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তারা এসব মদ কেনাবেচা করতো। বাড়ির টপ-ফ্লোরে যে মিনি বার রয়েছে, তা আজিজ মোহাম্মদ ভাইয়ের। তবে সেটি পরিচালনা করতো তার ভাতিজা আহাদ মোহাম্মদ ভাই। অভিযানের আগেই সে এখান থেকে পালিয়ে গেছে।’

এই বার ও ক্যাসিনো পরিচালনার সঙ্গে কারা জড়িত—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন। বাড়িতে তার ছোটভাই রাজা মোহাম্মদ ভাইয়ের দুই ছেলে বসবাস করতো।’

বাড়িটি দুই ভবনে বিভক্ত জানিয়ে ফজলুর রহমান বলেন, ‘একটি ভবনের চার তলার একটি ফ্ল্যাটে মদের গোডাউনের সন্ধান পাওয়া যায়। যেখানে বিপুল পরিমাণ বিদেশি মদ সাজিয়ে রাখা ছিল। অপর ভবনের টপ-ফ্লোরে অবৈধ মিনি বার ও সেখানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিসা মাদক এবং ক্যাসিনোর সরঞ্জাম পাওয়া যায়। এদিকে, ভবনের তৃতীয় তলায় আজিজের ছোট ভাই রাজা মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে ১১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।’

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে মদের গোডাউন

অভিযানে মূল অভিযুক্তদের আটক করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এসবের সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের সংশ্লিষ্টতা কতটুকু, খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া, তার দুই ভাতিজা আহাদ ও ওমর মোহাম্মদ ভাইকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আত্মীয়-স্বজনদের সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করবো আমরা।’

কতদিন ধরে এখানে এমন কার্যক্রম চলছিল, জানতে চাইলে ফজলুর রহমান বলেন, ‘এ বিষয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হবে। তদন্ত চলছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত বলা হবে। তবে শুধু সেবনের জন্য এখানে এত মদ মজুদ করা হয়েছে, বিষয়টি এমন নয়। এখানে মাদক ও অন্য সরঞ্জাম বিক্রি ও সরবরাহের উদ্দেশে রাখা হয়েছিল।’

ক্যাসিনো সরঞ্জাম

সরেজমিনে দেখে ও ভবনের নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলিশান ভবনের একপাশ আজিজ মোহাম্মদ ভাই ও তার ছোট ভাই রাজা মোহাম্মদ ভাইয়ের; অপর পাশের ভবনটি আজিজের দুই বোন নুরজাহান ও সকিনার। বেশ কিছুদিন আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাতিজা ওমর মোহাম্মদ ভাই বিদেশে যান এবং রবিবার (২৭ অক্টোবর) বিকালে অভিযানের আগেই আহাদ মোহাম্মদ ভাই তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে যান।

আরও পড়ুন–

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসা থেকে মাদক ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ

 

/এসজেএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী কুড়িগ্রামে পুশইন, আটক ৫
ভারতে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী কুড়িগ্রামে পুশইন, আটক ৫
কাশিমপুর‌ কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের সাবেক আরও ২৬ সদস্য
কাশিমপুর‌ কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের সাবেক আরও ২৬ সদস্য
আমিরের সঙ্গে অভিনয়, নিজেকে ‘বিশেষ’ মনে করছেন জেনেলিয়া
আমিরের সঙ্গে অভিনয়, নিজেকে ‘বিশেষ’ মনে করছেন জেনেলিয়া
স্থাপত্য সম্মেলনের আয়োজন করলো বিএসআরএম
স্থাপত্য সম্মেলনের আয়োজন করলো বিএসআরএম
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক