মুক্তিযুদ্ধের নাম ব্যবহারকারী সংগঠনগুলোর তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করে নিবন্ধন দেওয়ার পরামর্শ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। মঙ্গলবার (২৯ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে রাজাকারদের তালিকা চূড়ান্ত করতে নির্বাচন কমিশন সচিবালয় ও জেলা প্রশাসককে চিঠি দিয়ে রাজাকারদের তালিকা সংগ্রহের সুপারিশ করা হয়েছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে কতগুলো সংগঠন মুক্তিযুদ্ধ কাউন্সিল থেকে নিবন্ধন নিয়েছে তার তালিকা সরবরাহ করা হয়েছে কমিটিকে। এতে দেখা গেছে, ২৭০টি সংগঠন মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে মুক্তিযুদ্ধ কাউন্সিল থেকে নিবন্ধন নিয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, অনেকে মুক্তিযুদ্ধ কাউন্সিল থেকে নিবন্ধন নিয়ে ওই সংগঠনকে ব্যবহার করে নানা ধরনের সুবিধা নিচ্ছে বলে বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে যেসব সংগঠন নিবন্ধনের আবেদন করবে, তাদের নাম ঠিকানাসহ যাবতীয় তথ্য পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, কাজী ফিরোজ রশীদ এবং ওয়ারেসাত হোসেন বেলাল।