X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অছাত্রদের হল ত্যাগে কঠোর হচ্ছে ঢাবি প্রশাসন

সিরাজুল ইসলাম রুবেল
৩১ অক্টোবর ২০১৯, ১৬:৪৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৭:০২

ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো থেকে অছাত্র ও বহিরাগতদের বের করে দিতে কঠোর হচ্ছে প্রশাসন। এজন্যে অবৈধ শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে বলে হল প্রশাসন সূত্রে জানা গেছে।

গত ৯ অক্টোবর প্রভোস্ট কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। অছাত্র ও বহিরাগতদের দ্রুত সময়ের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে ইতোমধ্যে হলগুলোতে নোটিশ টাঙিয়েছে প্রশাসন। সূত্র জানায়, কয়েকটি হলে অছাত্রদের তালিকা তৈরির জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনের এসব পদক্ষেপ দেখে অনেক অছাত্র ও বহিরাগত স্বেচ্ছায় হল ছাড়তে শুরু করেছে।

স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম খান বলেন, ‘অছাত্র ও বহিরাগতদের দ্রুত সময়ের মধ্যে হল ছাড়তে নোটিশ দেওয়া হয়েছে। যাদের ছাত্রত্ব শেষ তাদের সংখ্যা এবং রুমের তালিকা তৈরি করা হচ্ছে।’

এদিকে প্রশাসনের অনুমতি ছাড়া হলে উঠতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। কেউ এ নিষেধ না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। হলের যেসব কক্ষে বেশি শিক্ষার্থী অবস্থান করে সেখানে ব্যাংক বেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় ও বুয়েটের বিশেষজ্ঞদের নিয়ে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

স্যার এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খানকে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ কে এম আফজালুল হককে সদস্যসচিব করা হয়েছে। ওই কমিটি ইতোমধ্যে বিভিন্ন হলের গণরুম এবং অবস্থানরত শিক্ষার্থীদের সম্পর্কিত তথ্য নেওয়া শুরু করেছে।

শেষ পর্যন্ত পদক্ষেপ বাস্তবায়ন হয় না

অভিযোগ রয়েছে- হলের বেশির ভাগ আসন অছাত্র ও বহিরাগতদের দখলে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে হলে অবৈধভাবে থাকছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তাদের হল থেকে বের করে দিতে প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে বলে অনেকের অভিযোগ। ছাত্রত্ব শেষ এমন অনেক শিক্ষার্থী ও সাংবাদিকরাও হলে থাকছেন।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ‘হলগুলোতে আসন বণ্টন করে ছাত্রলীগ। ফলে অছাত্ররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেক দিন হলে থাকার সুবিধা পাচ্ছে। আর কোনও ছাত্র আন্দোলন হলে চাপের মুখে লোক দেখাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু পদক্ষেপ নেয়। কিন্তু একবারও এর বাস্তবায়ন দেখিনি।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী সমস্যার জন্য প্রশাসনকে দায়ী করে বলেন, ‘হলগুলোর নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে নেই। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের একক আধিপত্য। এ ধরনের পদক্ষেপ বহুবার নিতে দেখেছি, কিন্তু বাস্তবায়ন দেখিনি।’

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘হলগুলোতে যে অবস্থা বিরাজ করছে তা তো আর একদিনে হয়নি। ধীরে ধীরে এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।’

প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘পরিবেশ পরিস্থিতি দেখে কাজ করতে হবে। এখন তো ডাকসু আছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। এটি তো আর একদিনে সমাধান করা যাবে না। আস্তে আস্তে নিয়মের মধ্যে আনতে হবে।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়