X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ক্ষতিপূরণের দাবিতে তাজরিন ফ্যাশনের শ্রমিকদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৯, ১১:৫৯আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১২:০১

মানববন্ধনে তাজরিন ফ্যাশনের শ্রমিকরা দুর্ঘটনার সাত বছর পেরিয়ে গেলেও আশ্বাস দেওয়া সাহায্য পাননি তাজরিন ফ্যাশন লিমিটেডের ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। এমন অভিযোগ জানিয়ে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তাজরিন ফ্যাশনের ১১৩ জন শ্রমিক নিহত হন। আহত হয়েছেন অনেকে। ওই সময় সরকার, বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয়, ব্যাংক, বীমা, এনজিওসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান সাহায্যে-সহযোগিতার আশ্বাস দেয়। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও কোনও প্রকার সাহায্য-সহযোগিতা পাননি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। তাই, আহত  শ্রমিকদের পুনর্বাসনের সঙ্গে ক্ষতিপূরণ দেওয়া এবং ১১৩ জন শ্রমিক হত্যাকারী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই আমরা।

বক্তারা আরও বলেন, আমরা বহুবার বিভিন্ন প্রতিষ্ঠানে ধরণা দিয়েছি। কেউ আমাদের কোনও ধরনের সাহায্য সহযোগিতা করেনি। মিডিয়ায় শিরোনাম হওয়ার জন্য ঘোষণা দিলেও বাস্তবে তারা ধরা ছোঁয়ার বাইরে থাকেন। এরইমধ্যে অনেক শ্রমিক পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তাদের কোনও প্রকার ক্ষতিপূরণ দেওয়া বা পুনর্বাসন করা হয়নি। তাদের সার্বিক সহযোগিতা করা খুবই প্রয়োজন।

মানববন্ধনে আয়োজক সংগঠনের আহ্বায়ক বাহারানে সুলতান বাহার, শ্রমিক নেতা ফরিদ খান, মোহম্মদ মোস্তফা, জরিনা আক্তার, শামীম আহমেদ, রেহেনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। 

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্বশীল সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের এগিয়ে চলা
দায়িত্বশীল সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের এগিয়ে চলা
ইউক্রেন-রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্প
ইউক্রেন-রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্প
‘যারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই’
‘যারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই’
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে
সর্বাধিক পঠিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ