X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

সাহিত্যের প্রতি অনুরাগ থেকেই ঢাকা লিট ফেস্টের জন্ম: কাজী আনিস আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৯, ২০:২৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৮:২৫

ঢাকা লিট ফেস্টের পরিচালক, সাহিত্যিক এবং ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা এবং একে আরও সমৃদ্ধ করার উদ্দেশ্যেই ‘ঢাকা লিট ফেস্ট’-এর আয়োজন বলে জানিয়েছেন ঢাকা লিট ফেস্টের পরিচালক, সাহিত্যিক এবং ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন,  ‘ঢাকা লিট ফেস্ট আয়োজনের শুরুতে আছে সাহিত্যের প্রতি অনুরাগ।’
শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ঢাকা লিট ফেস্ট: গল্প বলার গল্প’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

লিট ফেস্টের শুরুর গল্প প্রসঙ্গে কাজী আনিস আহমেদ বলেন, “গল্প আমরা কী বলি, কেন বলি, কীভাবে বলি– এ নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, চিন্তা আছে। ঢাকা লিট ফেস্ট শুরুর গল্পের মধ্যেও এ বিষয়টি নিহিত আছে। আমরা তিন পরিচালক উৎসবটির মূল আয়োজক। আমরা তিন জনই প্রত্যেকে আমাদের কৈশোর ও তরুণ জীবনের শুরু থেকে লেখালেখির ব্যাপারে ভীষণ আগ্রহী। ২০১১ সালে আমাদের বন্ধু এবং স্বনামধন্য ইংরেজি ভাষার লেখক তাহমিমা আনাম ও সাদাফ সায্ একত্রে আয়োজন করেন প্রথম ‘হে ফেস্টিভ্যাল’। সেটি একটি আন্তর্জাতিক উৎসব ছিল। প্রথমবার সেটি এক দিনব্যাপী অনুষ্ঠিত হয় ব্রিটিশ কাউন্সিলে। সেটির সাফল্য এবং তুমুল সাড়া পাওয়ায় পরবর্তী বছর থেকে আয়োজনটি রূপান্তরিত হয়ে দুদিনব্যাপী হয়।”

এই উৎসবের মাধ্যমে ঢাকাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম বছর থেকেই আমি ও আহসান পৃষ্ঠপোষক ও আয়োজক হিসেবে যুক্ত ছিলাম। দ্বিতীয় বছর থেকে আমরা চারজন একসঙ্গে কাজ করতে থাকি। কাজ করতে করতে আমরা লক্ষ করলাম, দর্শকদের মধ্যে প্রবল দাবি আছে–হে ফেস্টিভ্যাল আন্তর্জাতিক অনুষ্ঠান; কিন্তু যেহেতু আসর ঢাকায় বসে এবং আমাদের মূল লক্ষ্য বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরা, তাহলে ঢাকার নামে কেন নয়? সে পর্যায়ে আমরা চিন্তা করলাম, মূল কাজ যেহেতু আমাদেরই করতে হয়, তখন আমরা নিজেরাই আয়োজন করা শুরু করি ২০১৫ সালে। বিশ্বের সবচেয়ে নামকরা মানুষগুলো আমাদের দাওয়াতেই ঢাকায় এসেছেন। এছাড়া আর্থিক পুরো বিষয়টি আমাদেরই জোগাড় করতে হয়। সেটার জন্য সাদাফ বছরজুড়ে অক্লান্ত পরিশ্রম করেন। এই পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করলাম, খানিকটা “একলা চলো নীতি” নিয়ে চলার, যাতে ঢাকাকে তুলে ধরা যায়। সেই কারণে ২০১৫ সাল থেকে ‘ঢাকা লিট ফেস্ট’ নামে পুনরায় আবির্ভূত হলাম। তখন থেকেই আমরা তিন বন্ধু ঢাকা লিট ফেস্ট নামে চালিয়ে যাচ্ছি। আমাদের এ আয়োজন এবার পঞ্চমবারের মতো। এই হচ্ছে ঢাকা লিট ফেস্ট নামে শুরুর গল্প।’     

আয়োজনটি ইংরেজি সাহিত্যনির্ভর- অনেকেই এমন সমালোচনা করেছিলেন। এর জবাবে কাজী আনিস আহমেদ বলেন, ‘এটি একটি ভুল ধারণা ছিল। উৎসবের নাম “হে ফেস্টিভ্যাল” হওয়ার কারণে অনেকের মনে এই ভুল ধারণাটি তৈরি হয়েছিল। তখন এই বিভ্রান্তির কারণে এক ধরনের তুমুল বিতর্ক বা সমালোচনা তৈরি হয়েছিল যে– বাংলা একাডেমিতে কেন বিজাতীয় সংস্কৃতির কিছু আসবে। এক্ষেত্রে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক শামসুজ্জামান খানকে আমাদের অবশ্যই একটা বিশেষ কৃতজ্ঞতা এবং বাহবা দিতে হবে। তিনি যেহেতু উৎসবটি ভেতর থেকে দেখেছিলেন তাই বুঝেছিলেন যে এটি বিজাতীয় কিছু না, বরং জাতীয়টিকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি আয়োজন। বর্তমান মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজীও ওই একই অবস্থানে এসেছেন কয়েক বছর আয়োজনের পর। তিনিও আমাদের খুব চমৎকার সমর্থন দিচ্ছেন। আমাদের লেখক, বুদ্ধিজীবী মহলের একটি অংশ থেকে প্রথমদিকে যেমন কিছু কিছু সমালোচনা এসেছে, তেমনি অনেকেই কিন্তু বিষয়টি অনুধাবন করে আমাদের অনেক সমর্থন দিয়েছেন। তাছাড়া সমালোচনাগুলোও আমরা সাদরে গ্রহণ করি। সেই কারণেও আয়োজনটি আরও সুসজ্জিত হয়েছে।’ 

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন কবি ও ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্‌ সিদ্দিকী, কবি ও ঢাকা লিট ফেস্টের পরিচালক আহসান আকবর এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।   

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

 

/এসও/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের নবম আসরের
‘সুবিধা সবসময় নেতিবাচক নয়’
‘ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশদের নিয়ে পুরো বিশ্ব হাসছে’
সর্বশেষ খবর
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলা ট্রিবিউন হোক জনগণের কণ্ঠস্বরের পত্র
বাংলা ট্রিবিউন হোক জনগণের কণ্ঠস্বরের পত্র
বজ্রবৃষ্টিতে গুজরাটের বিদায়, শীর্ষ দুইয়ে থাকছে কলকাতা
বজ্রবৃষ্টিতে গুজরাটের বিদায়, শীর্ষ দুইয়ে থাকছে কলকাতা
হাসপাতালের লিফটে কীভাবে রোগীর মৃত্যু হলো, জানালো তদন্ত দল
হাসপাতালের লিফটে কীভাবে রোগীর মৃত্যু হলো, জানালো তদন্ত দল
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?