X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডেঙ্গুতে নতুন ভর্তির চেয়ে হাসপাতাল ছাড়ার সংখ্যা বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৯, ২১:৫৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২২:২৯

ডেঙ্গু রোগের বিপদ এখন কমে গেছে। (ফাইল ছবি)

গত ২৪ ঘণ্টায় ( ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮৯ জন আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২১৬ জন। স্বাস্থ্য অধিদফতর বলছে, বর্তমানে নতুন করে আক্রান্তের চেয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যাই বেশি।

আজ মঙ্গলবার ( ৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে মোট ৮১৪ জন রোগী ভর্তি আছে।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, গত মাসের মাঝামাঝি থেকেই ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে। দিনকে দিনই নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে, তার বিপরীতে বরং হাসপাতাল ছাড়া রোগীর সংখ্যা বাড়ছে।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হওয়া রোগীর ভেতরে ঢাকা মহানগরীতে থাকা সরকারি ও স্বায়ত্তশাসিত ১২টি ও বেসরকারি ২৯টি হাসপাতালের তথ্যানুযায়ী রাজধানী ঢাকাতে নতুন আক্রান্ত হয়েছেন ৭৫ জন, আর ঢাকার বাইরে ঢাকা বিভাগসহ মোট আট বিভাগে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। সারাদেশে বর্তমানে মোট ভর্তি আছেন ৮১৪ জন। এর মধ্যে ঢাকার বাইরে মোট ভর্তি আছেন ৪৭৭ জন।

অপরদিকে, ঢাকার ভেতরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮২ জন, আর ঢাকার বাইরের হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৩২ জন।

সারাদেশে ডেঙ্গুর চিকিৎসা নিয়ে এ যাবত বাড়ি ফিরেছেন শতকরা ৯৮ দশমিক ৯ শতাংশ মানুষ, বলেন ডা. আয়শা আক্তার।

কন্ট্রোল রুম আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৯৭ হাজার ৯ জন। এর মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৯৪৪ জন।

এদিকে, চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫১ জনের মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে ( আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করে প্রতিষ্ঠানের ডেথ রিভিউ কমিটি ১১২টি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

 

/জেএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়