X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল ব্যাংকের অর্থ আত্মসাৎ: চীনা নাগরিকসহ ৫ জনকে গ্রেফতারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ১৩:৩২আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৩:৩৪

সুপ্রিম কোর্ট

 

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরীর দুর্নীতির মামলা বাতিলের আবেদন খারিজ (উত্থাপিত হয়নি মর্মে) করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে এ মামলা চলতে আর কোনও বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

একইসঙ্গে জাল দলিল দাখিল করে দ্য সিনফা নিটাস লিমিটেডের নামে ন্যাশানাল ব্যাংকের ২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ না করে আত্মসাৎ করায় এ মামলায় চীনা নাগরিকসহ পলাতক পাঁচ আসামিকে দ্রুত গ্রেফতার করতে বলেছেন আদালত। আসামিরা হলেন— ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল ওদুদ খান, কোম্পানির চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুং, এমডি খসরু আল  রহমান, পরিচালক মনসুরুল হক ও মো. গোলাম মোস্তফা।

এছাড়া, আসামিরা যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন, সেজন্য তাদের পাসপোর্ট জব্দ করতে পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল মতিন খসরু। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও ব্যারিস্টার মো. নওশের আলী মোল্লা। অন্যদিকে,  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। 

মামলার বিবরণে জানা যায়, দ্য সিনফা নিটাস লিমিটেড কোম্পানির নামে ভুয়া এলসি খুলে প্রতারণা ও জাল দলিল তৈরি করে ন্যাশনাল ব্যাংক দিলকুশা শাখা থেকে আসামিরা পরস্পর যোগসাজশে টাকা আত্মসাৎ করেন। ওই ঘটনায় দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন ২০১৭ সালের ১৭ জুন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরীসহ ছয় জনকে আসামি করে মতিঝিল থানার মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২৪ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বিচারাধীন আছে। তবে বিচারাধীন মামলাটি বাতিল চেয়ে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরী হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি