X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘নারীর কোনও দেশ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৯, ১৫:১৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৯:৩৮
image

ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনের সেশন ‘নো ওয়ার্ল্ড ফর উইমেন’ বাংলা একাডেমির লনে অনুষ্ঠিত হয়। প্যানেলিস্ট হিসেবে ছিলেন ভারতীয় পুরস্কারজয়ী লেখিকা ও সাংবাদিক প্রিয়াঙ্কা দুবে, জাতিসংঘ বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, বাংলাদেশের নারীবাদী লেখক, মানবাধিকার কর্মী, উন্নয়নকর্মী ও নারীপক্ষের সদস্য মাহীন সুলতান। সঞ্চালক ছিলেন সমাজকর্মী তাশফি হোসেইন। সেশনের শুরুতেই প্রিয়াঙ্কা দুবে তার বই সম্পর্কে বলেন ‘নারীদের কোনও দেশ নেই, তারা সব সমাজেই অত্যাচার ও নিগ্রহের শিকার হন।’

‘নারীর কোনও দেশ নেই’

প্রিয়াঙ্কা দুবে তার বই ‘নো নেশনস ফর উইমেন’ এর মধ্যে অনুসন্ধানের মাধ্যমে  ভারতে ঘটে যাওয়া নারীদের প্রতি যৌন নির্যাতন, সহিংসতা ও অত্যাচারের চিত্র উপস্থাপন করেছেন। শুধু ভুক্তভোগী নারীদেরই না, তাদের পরিবারের বেদনা ও তাদের সংগ্রামের কথা গ্র্যান্ড ন্যারেটিভের মাধ্যমে প্রাকশ করেছেন। বইয়ে ১৩টি অধ্যায় রয়েছে। যেখানে কেন্দ্রীয় ভারত থেকে শুরু করে কোলকাতা, ত্রিপুরা, হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে ঘটে যাওয়া নারীদের প্রতি সহিংসতার কথা বলেছেন।
সঞ্চালক তাশফি হোসেইন বইটি লেখার অভিজ্ঞতা ও এই কীভাবে জীবনকে প্রভাবিত করেছে জানতে চাইলে প্রিয়াঙ্কা বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই ধরনের সহিংসতা বেশি দেখা যায়। আমি বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতার কথা বর্ণনা করেছি। কীভাবে ভুক্তভোগীকেই দোষ দেওয়া হয় তা নিয়ে আমি অবাক হয়েছিলাম। এটার জন্য সম্পূর্ণ পরিবারকেই কষ্ট সহ্য করতে হয়।’
মাহীন সুলতান বলেন, ‘আমাদের দেশে এই সহিংসতা এক ধরনের আতঙ্কে রূপ নিয়েছে। ধর্ষণের শিকার হচ্ছে তারা নিগ্রহের শিকার হতে থাকে।’
জাতিসংঘে নিজের কাজের অভিজ্ঞতা থেকে মিয়া সেপ্পো বলেন, ‘জাতিসংঘে কাজ করার সুবিধার্থে আমি বিভিন্ন দেশে লিঙ্গ বৈষম্য নিয়ে কাজ করেছি। বাংলাদেশে কাজ করতে গিয়ে প্রতিনিয়তই আমি কয়েকটি শব্দ বারবার করে শুনেছি। সেগুলো হলো শারীরিক নিপীড়ন, ধর্ষণ। কিন্তু আমি লক্ষ করেছি এদেশে ফোকাস পরিবর্তন হয়ে নির্যাতনকারীর দিক থেকে নির্যাতিতের দিকে চলে যায়। যেখানে শাস্তি হওয়া উচিৎ নির্যাতনকারীর, যেখানে সেমিংয়ের শিকার হতে হয় ভুক্তভোগীকেই। এটা খুবই লজ্জা দেয় আমাকে।’
নীরবতা ভেঙে নারীরা এগিয়ে আসছে। বিষয়টা নিয়ে স্বস্তি প্রকাশ করেন সবাই। সমাজে ‘মিটু’ আন্দোলনের ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করে সেশন শেষ করেন আলোচকরা

/এনএ/
সম্পর্কিত
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের নবম আসরের
‘সুবিধা সবসময় নেতিবাচক নয়’
‘ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশদের নিয়ে পুরো বিশ্ব হাসছে’
সর্বশেষ খবর
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা