X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘ভিসির দুর্নীতি প্রমাণ করা শিক্ষার্থীদের কাজ নয়’

ঢাবি প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৯, ১৮:৪৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২০:১১

জাবি ভিসির অপসারণ চেয়ে মানববন্ধন ভিসির দুর্নীতির প্রমাণ করা শিক্ষার্থীদের দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর ভিসির পদত্যাগ দাবি করা আন্দোলনকারীরা। শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘জাবি উপাচার্য ফারজানা ইসলামের অপসারণ ও শাস্তি চাই’ ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা এ মন্তব্য করেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও নাগরিকরা ওই সমাবেশের আয়োজন করেন।

বক্তারা বলেন, ‘‘ফারজানা ইসলামের দুর্নীতি প্রমাণ করা তো শিক্ষার্থীদের দায়িত্ব না। এর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে, শিক্ষা মন্ত্রণালয় রয়েছে। এটি তাদের দায়িত্ব। কিন্তু, প্রধানমন্ত্রী বলেছেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীদের নাকি দুর্নীতির প্রমাণ দিতে হবে।’ তাহলে প্রশাসন যে বেতন নিচ্ছে তাদের দায়িত্ব কী? বিশ্ববিদ্যালয়ের বেতন তো শিক্ষার্থীরা নেয় না। তাই দুর্নীতি প্রমাণ করা তাদের কাজও না। এর দায় হলো সংশ্লিষ্টদের।’’

বক্তারা আরও বলেন, ‘ছাত্রলীগের এই দুই নেতা যে ফারজানা ইসলামের কাছ থেকে বড় অঙ্কের অর্থ নিয়েছেন, সেটাই বড় প্রমাণ। এর জন্য ওই দুই নেতা তাদের পদও হারিয়েছেন।’

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আনু মুহাম্মদ বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন, ‘অভিযোগ প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদের শাস্তি দেওয়া হবে।’ কিন্তু, অভিযোগকারী তো ছাত্রলীগের নেতারাই। যদি শাস্তি দিতে হয়, তাহলে ছাত্রলীগের নেতাদের দিতে হবে। ছাত্রলীগের নেতারা যখন অভিযোগ করেন, কেবল তখনই জনগণ জানতে পারেন এখানে বড় ধরনের একটা দুর্নীতি হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমরা দাবি জানিয়েছিলাম, দুর্নীতি তদন্ত করা হোক। আমি নিজেই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে লিখিতভাবে চিঠি দিয়েছি। কিন্তু, তা তদন্ত করা হয়নি। ভিসি যদি মনেই করেন তিনি দুর্নীতি করেননি, তাহলে তদন্ত কমিটি করতে তার অসুবিধা কোথায়। এখন প্রধানমন্ত্রীর অভিযোগকারীদের ওপর ভীষণ রাগ। আপনি তো তদন্ত কমিটি তখনই গঠন করতে পারতেন এবং তা যদি সত্যি হতো তাহলে আন্দোলন এই পর্যন্ত আসতো না। তদন্ত কমিটি গঠন না করায় আন্দোলনটা আস্তে আস্তে ভিসিবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।’

সমাবেশে বক্তব্য রাখেন শ্রম ইনস্টিটিউটের আহ্বায়ক গোলাম মোরশেদ মিলন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী প্রমুখ।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের