X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘সঞ্চালককে হতে হবে স্পষ্টভাষী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৮:২৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৯:০২
image

ঢাকা লিট ফেস্টের নবম আসরের শেষ দিন (৯ নভেম্বর) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘দ্য আর্ট অব কনভারসেশন’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে কথোপকথনের শিল্প বিষয়ে বক্তব্য রাখেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায্‌, আহসান আকবর ও কাজী আনিস আহমেদ।

‘সঞ্চালককে হতে হবে স্পষ্টভাষী’
আর্ট অব কনভারসেশন বা কথোপকথনের শিল্প বিষয়ে কাজী আনিস আহমেদ বলেন, ‘একটি অনুষ্ঠানের সার্থকতা অনেকাংশে নির্ভর করে এর সঞ্চালকের ওপর। দর্শক এবং অতিথিদের মধ্যে সমন্বয় সাধনের কাজটিও করেন সঞ্চালক। তাই সঞ্চালককে হতে হবে স্পষ্টভাষী, বিষয় সম্পর্কে থাকতে হবে পূর্ব-অভিজ্ঞতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি তা হলো গবেষণা দক্ষতা। অর্থাৎ কোন অতিথিকে যেকোনও বিষয়ে প্রশ্ন করার আগে সঞ্চালককে অতিথি সম্পর্কে থাকতে হবে স্পষ্ট ধারণা।’

এ প্রসঙ্গে সাদাফ সায্‌ বলেন, ‘উত্তম সমন্বয়ের জন্যে একজন সঞ্চালককে পড়তে হবে প্রাসঙ্গিক বইপত্র। ভাগ করে নিতে হবে বিষয়। থাকতে হবে নিয়মতান্ত্রিক, কিন্তু অবশ্যই হতে হবে অনুসন্ধিৎসু। জানার আগ্রহ বা বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের গুণাবলি একজন সঞ্চালককে করে তোলে অনেক বেশি দক্ষ। আলোচনার সময় সুনির্দিষ্ট বিষয়ে আলোকপাত আলোচনাকে করে তোলে প্রাঞ্জল ও উপভোগ্য।’
কথোপকথনের শিল্প নিয়ে আহসান আকবর মনে করেন, সবার আগে সঞ্চালককে হতে হবে একজন মনোযোগী শ্রোতা। অতিথি এবং দর্শক, শুনতে হবে উভয়েরই বক্তব্য। অনুষ্ঠান শুরুর আগে আমন্ত্রিত অতিথির সঙ্গে কিছুক্ষণ কথা বলে তার নমনীয়তার জায়গাগুলোও জেনে নিতে হবে।

সাদাফ মনে করেন, একজন সঞ্চালকই পারেন একটি অনুষ্ঠানকে সবচেয়ে বেশি উপভোগ্য করতে। যেকোনও কথোপকথনের মধ্যে মোবাইলসহ সব ধরনের ইলেকট্রিক ডিভাইস থেকে দূরে থাকার পরামর্শ দেন আহসান আকবর।
যেকোনও আন্তর্জাতিক অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে বাংলাদেশিদের অভাব স্মরণ করিয়ে দিয়ে দর্শক সারিতে একজনের পরামর্শের বিপরীতে কাজী আনিস আহমেদ ঢাকা লিট ফেস্টে বিভিন্ন সেশন সঞ্চালনায় আগ্রহী বাংলাদেশিদের ঢাকা ট্রিবিউন অথবা ঢাকা লিট ফেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে সাহিত্য রিভিউ অথবা যেকোনও সাহিত্য সমালোচনামূলক লেখা আহ্বান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

/এনএ/এমওএফ/
সম্পর্কিত
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের নবম আসরের
‘সুবিধা সবসময় নেতিবাচক নয়’
‘ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশদের নিয়ে পুরো বিশ্ব হাসছে’
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন