X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ১১৮ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৯, ১৯:৫১আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৯:৫৩

২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ১১৮ জন গত ২৪ ঘণ্টায় (৯ নভেম্বর সকাল ৮টা থেকে ১০ নভেম্বর সকাল ৮টা) নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮ জন। এর আগে ২৪ ঘণ্টায় রোগী সংখ্যা ছিল ১৪৩ জন। রবিবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে  এই তথ্য জানা গেছে।

কন্ট্রোল রুম আরও জানায়, একই সময়ে দেশের হাসপাতালগুলো থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র নিয়েছেন ১৪০ জন। কন্ট্রোল রুম আরও জানায়, ৭ নভেম্বর হাসপাতালে ভর্তি ছিল ১৯৮ জন, ৬ নভেম্বর ছিল ১৮৪ জন, ৫ নভেম্বর ছিল ১৮৯ জন, ৪ নভেম্বর ছিল ১৭৪ জন ও ৩ নভেম্বর এ সংখ্যা ছিল ১৮৪ জন।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, হাসপাতালে ভর্তি হওয়া ১১৮ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯ টি বেরসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। সারাদেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। ছাড়পত্র পাওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরীর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৬৪ জন। সারাদেশের হাপসাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৬ জন।

সারাদেশে বর্তমানে মোট ভর্তি আছেন ৭৭৪ জন, এর মধ্যে ঢাকায় রয়েছেন ৩২৬ জন আর ঢাকার বাইরে আছেন ৪৪৮ জন। সারাদেশে ইতোমধ্যে ৯৯ শতাংশ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯৭ হাজার ৮০১ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানায় কন্ট্রোল রুম। এর মধ্যে এখন পর্যন্ত ৯৬ হাজার ৭৭৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫১জনের মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করে প্রতিষ্ঠানের ডেথ রিভিউ কমিটি ১১২টি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের হিসাব থেকে জানা যায়, এই বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন, মার্চে ১৭ জন, এপ্রিলে ৫৮ জন, মেতে ১৯৩ জন, জুনে এক হাজার ৮৮৪ জন, জুলাইতে ১৬ হাজার ২৫৩ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন, সেপ্টেম্বরে ১৬ হাজার ৮৫৬ জন, অক্টোবরে আট হাজার ১৪৩ জন ও নভেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৭ জন।

/জেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!