X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৯৯৯-এ ফোন করে রক্ষা পেলেন ৩০ শ্রমিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ০২:৩০আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ০২:৩৯

জরুরি সেবা ৯৯৯

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে তথ্য দেওয়ার পর রক্ষা পেলেন জীবন সংশয়ে পড়া ৩০ শ্রমিক। বরিশালের হিজলা থানার মেঘনার শাখা নদীতে ভাসমান একাধিক ড্রেজার থেকে তাদের উদ্ধার করেন পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যেরা। রবিবার (১০ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত তিনটি বোটে অভিযান করে তাদের উদ্ধার করেন পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যেরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কৃত্তিবাস ঢালী এসব তথ্য জানিয়েছেন।

উদ্ধার শ্রমিকেরা জানান, হিজলা থানার মেঘনার শাখা নদীতে নৌযান চলাচলের পথকে সচল রাখতে সরকারি উদ্যোগে তারা ড্রেজারের মাধ্যমে বালু খননের কাজ করছিলেন। ঘূ্র্ণিঝড় ‘বুলবুল’ যখন সুন্দরবন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সেসময় নদী উত্তাল হয়ে ওঠে। এতে তারা কাজ বন্ধ করে নিজেদের হাউজ-বোটে গিয়ে আশ্রয় নেন। বুলবুল সুন্দরবন পার হয়ে বরিশাল দিয়ে যাওয়ার সময় নদীতে ঝড়ো দমকা হাওয়া বেড়ে গেলে হাউজ-বোটের লোহার নোঙড় ছিঁড়ে যায়। এতে জীবন সংশয় দেখা দেয় শ্রমিকদের। পরে রমজান নামে এক শ্রমিক ৯৯৯-এ কল করে সহযোগিতা চান। এতে পুলিশ সদস্যেরা সাড়া দেন।

৯৯৯-এ কর্মরত এসআই মো. নওশেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল ৩টার পর ৯৯৯-এ রমজান নামে একজন কল করে জানান, তারা নদীর মধ্যে বিপদের মধ্যে রয়েছেন। সঙ্গে সঙ্গে আমরা প্রথমে হিজলা থানার ওসি, এরপর পুলিশ কস্ট্রোল রুল, কোস্ট গার্ড ও নৌ-বাহিনীকে জানাই। পরে হিজলা থানা পুলিশের নেতৃত্বে মেঘনার শাখা নদীতে থাকা কয়েকটি ড্রেজার মেশিন থেকে ৩০ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়।’

এ বিষয়ে হিজরা থানার ওসি অসীম কুমার সিকদার বলেন, ‘আমরা মেসেজ পাওয়ার পর উদ্ধার কাজে নামি। তবে বৈরি আবহাওয়ার কারণে সেখানে যেতে একটু দেরি হয়। নৌ-বাহিনীর একটি বোট নিয়ে আমরা চলে যাই ওই নদীতে। সেখানে পাশাপাশি কয়েকটি ড্রেজার ছিল। প্রচণ্ড বাতাসে ড্রেজারের সঙ্গে থাকা হাউজ-বোটের নোঙড় ছিঁড়ে যায়। এতে শ্রমিকরা জীবন সংশয়ে পড়েন। তারা মনে করেছিলেন, আর বাঁচার কোনও পথ নেই। আমরা সেখান থেকে ৩০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আবহাওয়া এখনও ভালো হয়নি।’

 

/এসজেএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
শিরোপার দৌড়ে বড় ধাক্কার পর ক্ষমা চাইলেন ক্লপ
শিরোপার দৌড়ে বড় ধাক্কার পর ক্ষমা চাইলেন ক্লপ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম