X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ, জেরা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ১৮:০৪আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৮:১৩

ওসি মোয়াজ্জেম (ফাইল ছবি) ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা। সোমবার (১১ নভেম্বর) তার সাক্ষ্যগ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবী ফারুক আহমেদ তাকে জেরা করেন। এদিন জেরা শেষ না হওয়ায় ১২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নজরুল শামীম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

জবানবন্দিতে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘গত ১৭ এপ্রিল পিবিআই সদর দফতরের আদেশে মামলার তদন্তভার গ্রহণ করি। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন ও মানচিত্র অঙ্কন করি। মূল ঘটনাস্থল ও ফেনি সোনাগাজীর থানার সাক্ষীদের ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারার জবানবন্দি গ্রহণ করি। ভিকটিমের (নুসরাত) পরিবারের সবার জবানবন্দি নিয়েছি। তার দুই বান্ধবীরও জবানবন্দি নেওয়া হয়। মামলা সংক্রান্ত সংশ্লিষ্ট আলামত জব্দ শেষে তালিকা প্রস্তুত করি। জব্দ তালিকা ফরেনসিক পরীক্ষার জন্য বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে আবেদন করি।’

তিনি আরও বলেন, ‘মামলাটি তদন্তের পর আসামির বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হওয়ায় মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে বিচারের প্রার্থনা জানিয়ে আদালতে গত ২৩ মে তদন্ত প্রতিবেদন পাঠাই।’

এদিন মামলার বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও আসামি ওসি মোয়াজ্জেম হোসেন আদালতে হাজির ছিলেন। এ পর্যন্ত মামলার ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

এর আগে, ১৭ জুলাই অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ৩১ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, ২৭ মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা মামলার ১২৩ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালে। এরপর বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে গত ১৬ জুন দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। পরদিন ১৭ জুন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সাইবার ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন নুসরাত জাহান রাফি। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন তিনি। নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে ২৭ মার্চ সোনাগাজী থানায় মামলা করেন। এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় নুসরাতের বক্তব্য গ্রহণের সময় তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে। ৬ এপ্রিল পরীক্ষা দিতে গেলে নুসরাতকে কৌশলে একটি ভবনের ছাদে ডেকে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। পাঁচ দিন পর ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যান।

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!