X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি, সাবেক রাজস্ব কর্মকর্তার কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ১৫:৩৩আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৬:০৭

আদালত

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা (শুল্ক, আবগারি ও ভ্যাট কমিশনারেট) মনিরুজ্জামানকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি জানান, রায় ঘোষণার সময় মনিরুজ্জামান পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজার পরোয়ানা জারি করেন আদালত।

বিচারক রায়ে উল্লেখ করেন, ‘এ মামলায় তিন ধারায় আসামিকে ১৬ বছরের কারাদণ্ড দেন আদালত। পেনাল কোডের ৪২০/৪৬৮ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত বছর করে চৌদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া পেনাল কোডের ৪৭১ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।’ তিন ধারার সাজা একত্রে চলবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

বিচারক রায়ে আরও উল্লেখ করেন, ‘আসামি মনিরুজ্জামান মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও প্রকৃত মুক্তিযোদ্ধা আব্দুল সামাদের ঠিকানা ব্যবহার করেন। তিনি প্রতারণামূলকভাবে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মিথ্যা পরিচয়ে মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের দেওয়া স্বীকৃতি, কোটা ও সুবিধা ভোগ করেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে অপব্যবহার তথা অপমান করেছেন। ফলে আসামি কোনও অনুকম্পা পেতে পারেন না। দেশের অন্যদের জন্যও এই রায় বার্তা হিসেবে কাজ করবে।’

প্রসঙ্গত, ২০১৫ সালের ১ জানুয়ারি মনিরুজ্জামানের বিরুদ্ধে এই দুর্নীতির মামলা করে দুদক। ২০১৫ সালের ২৪ নভেম্বর তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। বিভিন্ন সময়ে আদালতে ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর রায় ঘোষণা করেন আদালত।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা