X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘আর কোনও নাজমার লাশ সইবে না বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ১৬:৫৫আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৭:২৪

 

 সৌদি আরবে কাজ করতে গিয়ে নির্যাতনের বাংলাদেশি নারীদের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বেশ কয়েকটি নারী সংগঠনের কর্মীরা। তারা দাবি জানেয়েছেন, নাজমার মতো আর কোনও নারী যেন এ ধরনের নির্যাতনের শিকার না হন। পাশাপাশি সৌদি আরবে থাকা নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা। মঙ্গবলবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘প্রবাসী নারী শ্রমিকদের পাশে বাংলাদেশ’ ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সৌদি আরবে মারা যাওয়া নাজমার মতো আর কোনও নারীকে যেন মরতে না হয়।

সমাবেশে সিপিবি নারী সেলের সদস্য লুনা নূর বলেন, ‘সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারী শ্রমিকরা গিয়ে নির্যাতনের শিকার হয়ে লাশ হয়ে দেশে ফিরছেন। এ বিষয়ে সরকার দৃশ্যমান কোনও পদক্ষেপ নিচ্ছে না। দেশের উন্নয়নের মূল শক্তি যারা, তাদের মৌলিক অধিকার, জীবনের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। আর সরকার গলাবাজি করছে যে দেশ এগিয়ে যাচ্ছে।’

 নিরাপত্তা নিশ্চিত না করে প্রবাসে নারী শ্রমিক পাঠানো বন্ধ রাখার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত না করে সৌদি আরবে আর কোনও নারী শ্রমিক না পাঠানোর দাবি জানাই। একইসঙ্গে নারী শ্রমিক হত্যার জন্য সৌদি সরকারের কাছে জবাবদিহিতা চাইতে হবে।’

সমাবেশ শেষে সৌদি আরবে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতসহ কয়েকটি দাবিতে স্মারকলিপি প্রদানের উদ্দেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের করেন নারীকর্মীরা। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসি, শাহবাগ মোড় হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গিয়ে শেষ হয়।

 এসময় ‘আর কোনও নাজমার লাশ সইবে না বাংলাদেশ’, ‘জীবনের বিনিময় রেমিটেন্স নয়’, ‘আইনি সুরক্ষা ও নিরাপত্তা ছাড়া মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক যাবে না’, ‘আমার বোন আমার মা মধ্যপ্রাচ্যে মরবে না’, ‘আন্তর্জাতিক আদালতে নাজমাসহ সব নারী শ্রমিক হত্যার বিচার চাই’, ‘প্রবাসে শ্রমিক মরে সরকার কী করে’, ‘প্রবাসী নারী শ্রমিক দাস নয় রেমিটেন্সের যন্ত্রও নয়’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। 

/এসআইআর/আরজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!