X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘শিগগিরই আবরার হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অ্যাকাডেমিক ব্যবস্থা’

ঢাবি প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৯, ২০:৪০আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ০০:১৬

আবরার ফাহাদ হত্যাকাণ্ড বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যার আসামিদের বিরুদ্ধে অ্যাকাডেমিক ব্যবস্থা নিতে তদন্ত কমিটি দ্রুত কাজ করছে বলে জানিয়েছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, ‘আগামী সপ্তাহে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হতে পারে।’ বুধবার (১৩ নভেম্বর) চার্জশিট ঘোষণা হওয়ার পর বুয়েট প্রশাসনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

এদিকে, আবরার হত্যার আসামিদের বুয়েট থেকে স্থায়ী বহিষ্কারসহ কয়েকটি দাবিতে গত ৬ অক্টোবর থেকে টানা ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছেন শিক্ষার্থীরা।

আসামিদের বিরুদ্ধে অ্যাকাডেমিক ব্যবস্থা নেওয়া বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি সুপারিশ প্রতিবেদন দেবে। কমিটি সুপারিশ প্রতিবেদন দিলে আসামিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আগামী সপ্তাহে সুপারিশ প্রতিবেদন পেয়ে যাবো বলে ধারণা করছি।’

এ প্রসঙ্গে তিনি আরও জানান, ‘ইতোমধ্যে আবরার হত্যার আসামিদের চার্জশিট হয়েছে। এই চার্জশিট এবং জবানবন্দির কপি সংগ্রহ করে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটিকে দেবো। তদন্ত কমিটি চার্জশিট এবং জবানবন্দি পর্যালোচনা করবে। তারপর কমিটি যে সুপারিশ দেবে সেই সুপারিশ প্রতিবেদন অনুযায়ী এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে অ্যাকাডেমিক শাস্তি দেওয়া হবে।’

এর আগে গত ২ নভেম্বর আন্দোলনকারী শিক্ষার্থীরা বুয়েট প্রশাসনের সঙ্গে বৈঠক করে জানিয়েছেন, চার্জশিটের ভিত্তিতে আবরার হত্যার অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার এবং তারপর আহসানুল্লা, তিতুমীর ও সোহরাওয়ার্দী হলের র‌্যাগিংয়ের ঘটনায় অভিযুক্তদের শাস্তি  বাস্তবায়ন করতে হবে। এ দুটি বিষয়ে ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত যেকোনও অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের তারিখ প্রশাসন ঘোষণা করলে শিক্ষার্থীরা তা বয়কট করবেন।

শিক্ষার্থীদের এ দুটি দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ছাত্র কল্যাণ পরিচালক মিজানুর রহমান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের এ দুটি দাবির সঙ্গে একমত। তা মেনে নিয়েই আমরা পরীক্ষার রুটিন ঘোষণা করবো।’

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও বুয়েটের মেকানিক্যাল বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী বলেন, ‘গত ২ নভেম্বর প্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেদিন প্রশাসন আমাদের জানিয়েছে তদন্ত কমিটি খুব দ্রত কাজ করছে, চার্জশিট হয়ে যাওয়ার পর ছাত্র কল্যাণ পরিচালক একটি সভা ডাকবেন। এরপর অভিযুক্তদের বহিষ্কার করা হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘প্রশাসন আমাদের দাবি মেনে নিলে আমরা ক্লাস-পরীক্ষায় ফিরবো।’

গত ৬ অক্টোবর রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হল থেকে ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন চকবাজার থানায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আজ (বুধবার) সাড়ে ১২টার দিকে ২৫ জনকে আসামি করে চার্জশিট আদালতে জমা দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন: চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বুয়েট প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক  

                 আবরার হত্যায় জড়িত থাকার অভিযোগে ১৯ ছাত্রকে বুয়েট থেকে সাময়িক বহিষ্কার 

                 বুয়েটে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা 

                আন্দোলনকারীদের ১০ দফার জবাবে যা জানালো বুয়েট প্রশাসন

                ফোনে ডেকে নেওয়ার পর লাশ মিললো বুয়েট শিক্ষার্থীর

 

 

/এসআইআর/এমএএ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
বিচ্ছেদের পর প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
বিচ্ছেদের পর প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ