X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘জলবায়ু অভিবাসীদের মাথাপিছু আয় দিনে ১ ডলার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ২২:৩৩আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ০২:২৩

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জলবায়ু পরিবর্তনের কারণে গ্রাম ছেড়ে শহরে আসা মানুষদের নিয়ে জরিপের তথ্য তুলে ধরা হয় ‘জলবায়ু পরিবর্তনের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া মানুষগুলো দিনে এক ডলার আয় করেন। এছাড়া জলবায়ু অভিবাসীদের ৫০ শতাংশ নারী ঘরের কাজ করেন। তাদের নিয়মিত আর কোনও আয় নেই।’ সম্প্রতি এক জরিপে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জলবায়ু পরিবর্তনের কারণে গ্রাম ছেড়ে শহরে চলে আসা মানুষদের নিয়ে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত কারণে অভ্যন্তরীণভাবে স্থানান্তরিত জনগোষ্ঠী ব্যবস্থাপনা বিষয়ক ‘আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি)’ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে জরিপ করে এই তথ্য পাওয়া গেছে।

জরিপে আরও বলা হয়, খুলনা, রাজশাহী, বরিশাল, সিরাজগঞ্জ ও সাতক্ষীরা এই পাঁচটি জেলার স্থানান্তরিত হওয়া ১৭ হাজার ৭০ জনের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, তাদের ৯০ শতাংশই অতি দারিদ্র্যের কারণেই এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছে। এছাড়া ৬০ শতাংশ বলেছে, সামাজিক সুরক্ষা সেবা সহজতর হওয়ার কারণে অন্য জায়গায় গিয়ে তাদের জীবনমান উন্নত হয়েছে।

বেজলাইন সমীক্ষায় আরও দেখা গেছে, জরিপ চালানো ৫৭ শতাংশই জলবায়ু অভিবাসী। আর তাদের ৫৫ শতাংশ এসব এলাকায় ২০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে। এই নির্বাচিত পাঁচটি এলাকায় গড়ে ৬৬ শতাংশ পরিবার ঋণগ্রস্ত, ২০ শতাংশ পরিবার অন্যান্য ঋণ শোধ করতে আবারও ঋণ নিয়েছে।

এতে আরও বলা হয়, গড়ে প্রত্যেক পুরুষের আট হাজার ৮৫৫ টাকা এবং নারীর পাঁচ হাজার ২৩৪ টাকার ঋণের বোঝা রয়েছে। ৫০ শতাংশ মানুষই জানেন তাদের জন্য আন্তর্জাতিক কিংবা সরকারি সামাজিক সুরক্ষা সেবা সম্পর্কে। কিন্তু তাদের মাত্র ৮ শতাংশ এই সেবা গ্রহণ করেছেন। কর্মসংস্থান বিষয়ক জরিপ বলছে, মাত্র ৭ শতাংশ মানুষ প্রাতিষ্ঠানিক পেশায় যুক্ত, বাকিরা অপ্রাতিষ্ঠানিক পেশায় জড়িত। এর মধ্যে ৫৫ দশমিক ৬ শতাংশের কাছে কর্মসংস্থানের সুযোগের বিষয়ে কোনও তথ্য নেই, ৩২.৬ শতাংশের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নেই এবং ২৫ শতাংশের কাজের প্রশিক্ষণ নেই। নারীর কর্মসংস্থান সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ৪৫ দশমিক ১ শতাংশ নারীই কম বেতনের জন্য বাইরে কাজ করতে চান না; ৩২ দশমিক ২ শতাংশ নারীর পরিবার বাইরে কাজ করতে দিতে চায় না এবং ৩১ দশমিক ৫ শতাংশ নারী মনে করেন তাদের কাজের যোগ্যতা নেই।     

জিআইজেড বাংলাদেশের প্রতিনিধি ড. অ্যাঞ্জেলিকা ফিল্ডারম্যান বলেন, ‘এই প্রকল্পের আওতায় জলবায়ু অভিবাসী এবং শহরের ঝুঁকিপূর্ণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাপনের মান ও ঝুঁকির বিষয়গুলো সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য বেশ কয়েকটি গবেষণা করা হয়েছে। গবেষণায় তারা কাজ খুঁজে পেতে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে, শহর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কিংবা পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর কাছ থেকে তারা কী ধরনের সেবা পায় এবং তাদের বর্তমান অবস্থার উন্নয়ন কীভাবে করা যাবে সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে ওই পাঁচটি জেলার লক্ষ্যভুক্ত প্রায় ছয় হাজার পরিবারের সদস্যের কাছে দক্ষতা উন্নয়ন সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি অভিবাসী জনগণ যাতে সরকারের সামাজিক সুরক্ষা সেবাগুলো ভালোভাবে পেতে পারে সে লক্ষ্যে শহর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন– সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন ও এজেন্সি) শিবানী ভট্টাচার্য, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের প্রথম সচিব ম্যানফ্রেড ফারনলজ, বাংলাদেশের অবস্থিত জার্মান দূতাবাসের উন্নয়ন সহযোগী বিভাগের উপ প্রধান ক্যারেন ব্লুম প্রমুখ। 

 

 

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!