X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৭ জন ডেঙ্গু রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৯, ২১:৩২আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:৩৬

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৭ জন ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় (১৪ নভেম্বর সকাল ৮টা থেকে ১৫ নভেম্বর সকাল ৮টা) নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ জন। চলতি মৌসুমে ডেঙ্গু রেকর্ড করার পর এই প্রথম ১০০ এর নিচে নেমে এলো এই রোগে আক্রান্তের সংখ্যা। শুক্রবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১৫২ জন।

এই প্রসঙ্গে কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, ‘চলতি বছরে জুন থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। গত আগস্টে তা ৫২ হাজারের বেশি হয়ে যায়। এরপর ধীরে ধীরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমতে থাকে। তবে, ততদিনে ডেঙ্গু দেশে  সব কালের রেকর্ড ভেঙে দেয়।’

ডা. আয়শা আক্তার আরও বলেন, ‘আশার কথা হলো, চলতি মাসের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমতে থাকে। অবশেষে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ জন। এই যে ১০০-এর নিচে নেমে এলো ডেঙ্গু রোগী, এটি  স্বস্তির বিষয়।’

কন্ট্রোল রুম জানায়, নতুন ভর্তি হওয়া ৯৭ জনের মধ্যে ঢাকা মহানগরীর মধ্যে হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৩৪ জন আর ঢাকা মহানগরীর বাইরে সারাদেশে ভর্তি হয়েছেন ৬৩ জন। অন্যদিকে, ছাড়পত্র পাওয়া ১৫২ জনের মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ছাডপত্র নিয়েছেন ৬৫ জন। আর সারাদেশের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৭ জন।

এই মুহূর্তে সারাদেশে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা ৬২৩ জন। এর মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি হাসপাতাল ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছেন ২৭৬ জন। অন্যদিকে, ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ভর্তি আছেন ৩৪৭ জন। সারাদেশে ইতোমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন শতকরা ৯৯ দশমিক এক শতাংশ।

কন্ট্রোল রুমের তথ্য থেকে জানা গেছে, চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৫০০ জন, আর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৭ হাজার ৬২৬ জন।

স্বাস্থ্য অধিদফতর বলছে, চলতি বছরের জানুয়ারিতে ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন, মার্চে ১৭ জন, এপ্রিলে ৫৮ জন, মে’তে ১৯৩ জন, জুনে এক হাজার ৮৮৪ জন, জুলাইতে ১৬ হাজার ২৫৩ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন, সেপ্টেম্বরে ১৬ হাজার ৮৫৬ জন, অক্টোবরে আট হাজার ১৪৩ জন এবং চলতি মাসে এখন পর্যন্ত দুই হাজার ৪০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫১ জনের মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করে ডেথ রিভিউ কমিটি ১১২ জনের মৃত্যুর কারণ ডেঙ্গু বলে নিশ্চিত করেছে।

/জেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা