X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট পার্কে মা বিদিশাকে রাখতে এরিকের জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১৯:০৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২০:১৭

মায়ের সঙ্গে এরিক এরশাদ (ছবি: সংগৃহীত) প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ তার মা বিদিশাকে বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে নিতে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৩টার দিকে তিনি এই জিডি করেন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এরিক এরশাদ তার মা বিদিশা এরশাদকে নিয়ে প্রেসিডেন্ট পার্কে থাকতে চান। তিনি অভিযোগ করেছেন, মা কাছে না থাকায় তার সেবা হচ্ছে না। তিনি প্রতিবন্ধী, তাই সঙ্গে মাকে রাখতে চান।’

জিডিতে এরিক বলেছেন, ‘আমি প্রাপ্তবয়স্ক একজন মানুষ। বাবার মৃত্যুর পর আমি নিঃসঙ্গ হয়ে পড়ি। এরপর থেকে মা বিদিশা আমার সঙ্গেই আছেন। কিন্তু জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান ও বাবার ছোট ভাই জিএম কাদের এবং তার অনুগতরা বিভিন্নভাবে আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে। এ কারণে গত ১৪ নভেম্বর আমি মাকে প্রেসিডেন্ট পার্কে নিয়ে আসি। আমি যাতে মাকে নিয়ে নিরাপদে থাকতে পারি, সে বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানাচ্ছি।’
বিদিশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরিক একজন প্রতিবন্ধী। তাকে দেখাশোনার প্রয়োজন। বাবার মৃত্যুর পর সে একা হয়ে যায়। তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। গাড়িচালক মারধর করেছে। এটা হতে পারে না! আমি ও আমার ছেলে বাড়ি থেকে বেরও হতে পারছি না। এরিকের ধারণা, বাড়ি থেকে বের হলে আর ঢুকতে দেবে না।’
তিনি আরও বলেন, ‘বাড়ির সামনে পুলিশ রাখা হয়েছে। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’ তবে আজ (সোমবার) থেকে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি। বিদিশা বলেন, ‘এদিন গণমাধ্যমকর্মীদের ভেতরে আসতে দেওয়া হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে আক্রমণ করা হচ্ছে। নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে।’
এ বিষয়ে জি এম কাদেরের বক্তব্য জানতে চেয়ে তার মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক এরশাদ গত ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরশাদ দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী রওশন এরশাদ। দ্বিতীয়বার তিনি বিয়ে করেন বিদিশাকে। পরে তাদের বিচ্ছেদ হয়। বিদিশা ও এরশাদের একমাত্র ছেলে এরিক।
নিজের আত্মজীবনীতে এরশাদ জানিয়েছেন, এরিক ছাড়াও জেবিন, সাদ ও আলম নামে তার আরও তিন সন্তান রয়েছে।

/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়