X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শাহজালালে তিন হাজার পিস ইয়াবাসহ দুই যাত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ২২:৪৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২২:৪৯





শাহজালালে আটক দুই যাত্রী (মাঝে) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৮শ’ ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে মো. জামিউল ইসলাম (২১) ও মো. আরিফ শিকদার (২৩) নামের ওই দুই যুবক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার পাশের গাড়ি পার্কিং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। এরপর তাদের বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে জামিউলের কাছে ২ হাজার ৮শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আর আরিফ শিকদার ৪০ হাজার টাকা দিয়ে জামিউলকে সহযোগিতা করেছে বলে স্বীকার করে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, উভয়ে ফরিদপুর পলিটেকনিকের ছাত্র। ফরিদপুরের শাহিন নামে এক ব্যক্তি তাদের এই কাজে নিযুক্ত করেছে। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে বাবু নামে আরেক ব্যক্তির কাছ থেকে এই ইয়াবা তারা সংগ্রহ করেছে। আটক ইয়াবার দাম প্রায় ১৪ লাখ টাকা বলে বিমানবন্দর আর্মড পুলিশ সূত্রে জানা গেছে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে এই ইয়াবা নিয়ে তারা ঢাকায় আসে।
তিনি জানান, আটক মো. জামিউল ইসলাম ফরিদপুর জেলার সালথা থানার কাজির বল্লবদি গ্রামের মো. আবুল হোসেনের পুত্র এবং মো. আরিফ শিকদার গোপালগঞ্জ জেলার কশিয়ানী থানার খায়েরহাট গ্রামের মো. আশরাফের পুত্র।

/সিএ/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন