X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সরকারি হিসাবে ডেঙ্গুতে মৃত্যু ১২১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৯, ১৭:০৯আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৭:২৭

ডেঙ্গু রোগী (ফাইল ছবি) ডেঙ্গু জ্বরের কারণে এখন পর্যন্ত ১২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (২১ নভেম্বর) অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বলছে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটির কাছে ২৬৪টি মৃত্যুর ঘটনা পর্যালোচনার জন্য আসে। এরমধ্যে ১৯৩টি ঘটনা পর্যালোচনা করে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২১ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এরআগে, ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করে ডেঙ্গুতে ১১২ জনের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছিল ডেথ রিভিউ কমিটি। যদিও গণমাধ্যমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা আরও অনেক বেশি।

প্রসঙ্গত, ডেথ রিভিউ কমিটির সদস্যরা রোগীর লক্ষণ, রোগীর স্বজনদের সঙ্গে কথোপকথন, চিকিৎসা নেওয়া হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎকদের সঙ্গে কথা বলে ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে রোগী ডেঙ্গুতে মারা গিয়েছে কিনা, সে বিষয়টি নিশ্চিত করে।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আরও জানায়, চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ২৬৩ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৪৩৪ জন। এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন শতকরা ৯৯ দশমিক ২ শতাংশ রোগী।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় (২০ নভেম্বর সকাল ৮টা থেকে ২১ নভেম্বর সকাল ৮টা) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩ জন। একইসময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১১৫ জন।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১২৩ জনের মধ্যে ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন, আর ঢাকা মহানগরী ছাড়া ঢাকাসহ মোট আট বিভাগে ভর্তি হয়েছেন ৬৬ জন। একইভাবে ছাড়পত্র নেওয়া ১১৫ জনের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৪৭ জন আর ঢাকার বাইরে থেকে ছাড়পত্র নিয়েছেন ৬৮ জন।

দেশে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৫৬৫ জন। এরমধ্যে, ঢাকা মহানগরীতে ২৭১ জন আর ঢাকার বাইরে ২৯৪ জন চিকিৎসাধীন আছেন বলে জানান ডা. আয়শা আক্তার।

/জেএ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা