X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গণরুমে ভিপি নুরকে হেনস্তার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৯, ২৩:৩১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৪

গণরুমের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে বাধার সম্মুখিন হন ডাকসু ভিপি নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের গণরুমে শিক্ষার্থীদের দেখতে গিয়ে ছাত্রলীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ভিপি নুর অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে পাল্টা অভিযোগ করেছে ছাত্রলীগ।

ঘটনার প্রতিকার চেয়ে ডাকসু ভিপি বিজয় একাত্তর হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি অধ্যাপক এজেএম শফিউল আলম ভূঁইয়ার কাছে লিখিত অভিযোগ করেছেন।

হল প্রভোস্ট অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন, অভিযোগ পাওয়ার পর ওই দুই শিক্ষার্থীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ ঘটনার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। এরপরে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

ভিপি নুরের অভিযোগ, দুপুরে তিনি শিক্ষার্থীদের খোঁজ নিতে গণরুমে যান। এ খবর পেয়ে হল ছাত্রলীগের দুই কর্মী তাকে এবং সমাজসেবা সম্পাদক আকতার হোসেনকে বাধা দেন। এক পর্যায়ে কেন ছাত্রলীগের অনুমতি ছাড়া হলে প্রবেশ করেছে এর জবাবদিহিতা চান তারা। পরে হেনস্তা করে তারা আমাকে গণরুম থেকে বের করে দেন।

নুর জানান, ওই দুই ছাত্রলীগ নেতা হলেন পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের সাদিক এবং ওই হলের শিক্ষার্থী মাজেদুল।

তিনি আরও বলেন, ‘এর আগেও আমি এসএম হলে গিয়ে ছাত্রলীগের হেনস্তার শিকার হয়েছি। প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েও বিচার করেনি। বিচার না করার কারণে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।’ শিক্ষার্থীদের জন্য কাজ করতে গেলেই ছাত্রলীগের বাধার সম্মুখীন হন বলেও অভিযোগ করেন তিনি।

তবে ছাত্রলীগের অভিযোগ, ভিপি নুর ওই হলে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিপি ওই হলে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে বলে আমরা পাল্টা অভিযোগ পেয়েছি। সৌজন্যতা শুধু এক পক্ষ থেকে দেখালে হবে না, উভয় পক্ষ থেকে দেখাতে হয়।’

ঘটনার বিষয়ে বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিপি নুর কোনও ব্যক্তি নয়। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধি। তার হলে আসার বিষয়ে আমরা অবহিত ছিলাম না। হল সংসদ বা হল কর্তৃপক্ষকে তার জানানো উচিত ছিল। অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষার্থীকে শোকজ নোটিশ পাঠিয়েছি। অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশের বাইরে অবস্থান করায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

/টিটি/
সম্পর্কিত
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ