X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সাংবাদিক পরিচয়ে বিদেশি শিক্ষার্থীর ব্যাগ চুরি, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ০০:২০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:৩৩

সাংবাদিক পরিচয়ে বিদেশি শিক্ষার্থীর ব্যাগ চুরি, গ্রেফতার ৩ সাংবাদিক পরিচয় দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দশম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফাইন্যান্সিয়াল ক্রিমিনোলজি অনুষ্ঠানে ঢুকে বিদেশি এক শিক্ষার্থীর ব্যাগ চুরি করেছে এক দল চোর। এই ঘটনায় রবিবার (৮ ডিসেম্বর) বিকালে কলাবাগান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিম অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- খায়রুল আলম খান ওরফে আরিফ (৫৪), কালি শংকর মুন্সী (৪৯) ও জাহাঙ্গীর আলম ওরফে সোবান (৫৫)। এ সময় তাদের কাছ থেকে চুরি করা ব্যাগ, ৬টি ডেবিট ও ক্রেডিট কার্ড, চুরি করা ১৬ হাজার ৪০০ টাকা, ভিজিটিং কার্ড, ড্রাইভিং লাইসেন্স, হেলথ কার্ডসহ চুরি করা সব সামগ্রী উদ্ধার করা হয়েছে।
ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা আফরোজ লাকী বলেন, ‘গ্রেফতারদের মধ্যে জাহাঙ্গীরের কাছ থেকে সাপ্তাহিক যুগ যুগান্তরের একটি আইডি কার্ড, কালি শঙ্কর মুন্সীর কাছ থেকে গার্ডিয়ান বিডিনিউজের স্পেশাল করেসপন্ডেন্টের একটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া অপর আসামি দীর্ঘদিন খুলনার দৈনিক পূর্বাঞ্চলে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন বলে দাবি করেছেন। আমরা তাদের পরিচয় যাচাই-বাছাই করে দেখছি।’
সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দশম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফাইন্যান্সিয়াল ক্রিমিনোলজি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি, মারা’র প্রফেসর ড. জামাইনিয়াহ সাইদ ও একই বিশ্ববিদ্যালয়ের পিএইডি শিক্ষার্থৗ ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সালওয়া বিনতে জুলকাফলিল ঢাকায় আসেন। ৭ ডিসেম্বর তারা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওই অনুষ্ঠানে যোগ দেন। ওই দিনই সালওয়া বিনতে জুলকাফলিলের ব্যাগটি চুরি হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি চুরির মামলা দায়ের করে।
সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আশরাফ উল্ল্যাহ জানান, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সালওয়া বিনতে জুলকাফলিলের চুরি হওয়া ব্যাগ ও ব্যাগের ভেতরে থাকা সব জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আশরাফ উল্যাহ বলেন, ‘এই চোর চক্রটি সাংবাদিক পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠানে প্রবেশ করে আমন্ত্রিত অতিথিদের ব্যাগ, মোবাইল ফোনসহ দামি জিনিসপত্র চুরি করে সটকে পড়ে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের এই চক্রের আরও সদস্য রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে।’

/এনএল/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও