X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আমরা ন্যায়বিচার চাই: খন্দকার মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ২০:২৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২১:২৩

আমরা ন্যায়বিচার চাই: খন্দকার মাহবুব কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি। সোমবার (৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আজকের এই সমাবেশ বিচার বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ সভা না। আমাদের প্রতিবাদ বর্তমান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ষড়যন্ত্রের বিরুদ্ধে।’
খালেদা জিয়ার জামিন আবেদন প্রসঙ্গে তার অন্যতম এই আইনজীবী বলেন, ‘বিচার বিভাগ থেকে আমাদের যে বিচার পাওয়ার কথা ছিল, তা অ্যাটর্নি জেনারেলের কারসাজিতে পাচ্ছি না। সর্বোচ্চ আদালত যেখানে একটি মেডিক্যাল রিপোর্ট চেয়েছেন, সেই রিপোর্ট আদালতে আসছে না কেন? আমাদের অ্যাটর্নি জেনারেলের কাছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যথাসময়ে সেই রিপোর্ট এসেছিল। কিন্তু তিনি অত্যন্ত জঘন্যভাবে আদালতে সেটা উপস্থাপন না করে বলে গেছেন, রিপোর্ট আসেনি। তা-ই যদি হয়, আমি মনে করি, সর্বোচ্চ আদালতের প্রতি অবমাননা করা হয়েছে।’
খন্দকার মাহবুব বলেন, ‘আমরা এখনও বিশ্বাস করি আমাদের বিচার বিভাগ, বিশেষ করে সুপ্রিম কোর্ট ন্যায়বিচার করবেন। আইনের শাসন কায়েম থাকবে। সে জন্যই আজকের এই সমাবেশ। এই সমাবেশ আদালতের ওপর চাপ সৃষ্টির কোনও সমাবেশ না, এই সমাবেশ খালেদা জিয়ার মুক্তির সমাবেশও না। আমরা চাই ন্যায়বিচার।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা আশপাশের দেশের দিকে তাকালে দেখি, নওয়াজ শরিফকে হেলিকপ্টারে করে সাজাপ্রাপ্ত অবস্থায়ও বিদেশে পাঠানো হয়েছে, লালু প্রসাদকেও সুপ্রিম কোর্ট থেকে জামিন দেওয়া হয়েছিল। সেখানে যারা আইন উপদেষ্টা ছিলেন, তারা বিচার বিভাগকে বিভ্রান্ত করেননি।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রসঙ্গে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী আরও বলেন, ‘আমাদের অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আদালতকে বিভ্রান্ত করেছেন। সেদিন তিনি সঠিক ব্যবস্থা নিলে আজকের এই অবস্থা সৃষ্টি হতো না। বাংলাদেশের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আইনজীবী-সমাজ অতীতেও ছিল, আজও সেই অবস্থানে আছি। তবে ন্যায়বিচার যদি না পাওয়া যায়, অবশ্যই আইনজীবীরা রাজপথে নামবে, রাজপথ উত্তপ্ত করবে।’
এ সময় ফোরামের অন্যান্য নেতা মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন।

/বিআই/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ