X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জের দগ্ধদের জন্য মেডিক্যাল বোর্ড গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ১১:১২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১১:৪৮

ঢামেকে চিকিৎসাধীন কেরানীগঞ্জের অগ্নিদগ্ধরা কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসার জন্য ১২ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের অধ্যাপক ডা. বিধান সরকারকে বোর্ডের প্রধান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে তারা বৈঠক করবেন। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা.সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মেডিক্যাল বোর্ডে আরও রয়েছেন-বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম, সহযোগী ডা. তাহমিনা সাত্তার, সহযোগী অধ্যাপক ডা. হাসিব রহমান, সহযোগী অধ্যাপক ডা. শরীফ আসফিয়া রহমান, নেফ্রোলজি বিভাগের নজরুল ইসলাম, মেডিসিন বিভাগের টিটু মিয়া, এনেসথেসিয়া বিভাগের অধ্যাপক মোজাফফর আহমেদ, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মহীউদ্দীন। ঢামেকে চিকিৎসাধীন কেরানীগঞ্জের অগ্নিদগ্ধরা

চুনকুটিয়ার প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ শ্রমিক নিহত হয়েছেন। কারখানা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। ঢামেকে আনার পর বাকি আট জনের মৃত্যু হয়। ঢামেক বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডক্টর তাহমিনা সাত্তার শিমু বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে দগ্ধ ২৩ শ্রমিক সেখানে চিকিৎসাধীন আছেন। তাদের প্রায় সবার অবস্থা গুরুতর।

উল্লেখ্য, বুধবার (১১ ডিসেম্বর) বিকালে ওই প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে এক জন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় অন্তত ৩২ জন দগ্ধ হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হয়।

আগুন লাগা কারখানাটির সরকারি অনুমোদন ছিল না বলে জনান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গ্যাসের পাইপের লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন- 

কেরানীগঞ্জে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

আগুন লাগা কারখানাটির অনুমোদন ছিল না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, আহত ৩০

প্লাস্টিক কারখানায় দগ্ধ ৩৪ জনের অবস্থা আশঙ্কাজনক

গ্যাস পাইপের লিকেজ থেকে আগুনের সূত্রপাত

 

/জেএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন