X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িকতার কাছে আত্মসমর্পণ লজ্জার: কামাল লোহানী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ২১:৪২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:৪৪

সাম্প্রদায়িকতার কাছে আত্মসমর্পণ লজ্জার: কামাল লোহানী মহান স্বাধীনতার ৪৮ বছর পর সাম্প্রদায়িকতার কাছে আত্মসমর্পণ বড়ই লজ্জার বলে মন্তব্য করেছেন বরেণ্য সাংবাদিক কামাল লোহানী। তিনি বলেন, ‘আমরা সামান্য হেফাজতের কাছে নতজানু হয়ে পাঠ্যবই থেকে কবিতা, লেখা উঠিয়ে দিতে পারি না। এজন্য আমরা অত্যাচারী, সাম্প্রদায়িক পাকিস্তানের কাছ থেকে রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনিনি।’
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রকাশনা সংস্থা ‘কালো’ আয়োজিত লেখক-পাঠক সম্মিলনে তিনি এসব কথা বলেন।
কামাল লোহানী বলেন, ‘আমরা মুখে অনেক কথা বলতে জানি, কিন্তু বাস্তবায়ন করতে জানি না। আমরা যদি আমাদের কাজকে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে হয়তো আমাদের দেশটা আরও ভালো থাকতো, সত্যিকারের দেশ নির্মাণ আরও সহজ হতো।’
বরেণ্য এই সংবাদিক বলেন, ‘আমাদের চারপাশে সাম্প্রদায়িকতা জেঁকে বসেছে। এর ভয়াল থাবা থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে। বঙ্গবন্ধু একবুক আশা নিয়ে অসাম্প্রদায়িক দেশ নির্মাণের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। অথচ স্বাধীনতার ৪৮ বছর পর আজ হেফাজতের কাছে নতজানু হয়ে পাঠ্যবই থেকে কবিতা, লেখা উঠিয়ে নিচ্ছি। এটা লজ্জার কথা! অসাম্প্রদায়িক দেশ গড়ার পরিবর্তে তাহলে কি সাম্প্রদায়িকতার দিকে চলে যাচ্ছি?’
তরুণ প্রজন্মকে বই পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বেশি বেশি বই পড়তে হবে। স্বাধীনতার বিষয়ে জানতে হবে, শিশুসহ অন্যদের জানাতে হবে। তাহলেই সত্যিকারের অসাম্প্রদায়িক দেশ গড়তে পারবো।’ অন্যথায় সাম্প্রদায়িকতায় জেঁকে বসবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সম্মিলনে কবি আশুতোষ ভৌমিককে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, জাতীয় প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন মামুন।

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল