X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

২২ হাজার পিস ইয়াবাসহ আটক দুই কারবারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ২১:৫১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:৫৩

২২ হাজার পিস ইয়াবাসহ আটক দুই কারবারি রাজধানীর বনানীর আমতলী এলাকায় ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-১)। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আমতলী এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাব-১-এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
আটক দুই মাদক কারবারি হলো চট্টগ্রামের লোহাগড়া থানার আব্দুল্লাহ আল সাঈদী (২৫) ও মো. আব্দুল্লাহ (২২)। অভিযানে তাদের কাছ থেকে ২২ হাজার ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। ইয়াবা ট্যাবলেট পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছেন র‌্যাব-১ সদস্যরা।
এএসপি মো. কামরুজ্জামান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। এই চক্রের মূল হোতা কক্সবাজারের এক ব্যক্তি। তারা মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা দেশে নিয়ে আসে। এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
তিনি জানান, আটক সাঈদী প্রাইভেটকার চালক। অর্থের লোভে গত ৬-৭ মাস ধরে সে মাদকের চালান বিভিন্ন জায়গাতে পৌঁছে দিচ্ছিল। এ পর্যন্ত ৮-১০টি চালান সে সরবরাহ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। চালানপ্রতি সে ৪০-৫০ হাজার টাকা করে নিতো। আটক আব্দুল্লাহও পেশায় প্রাইভেটকার চালক। সে সাঈদীর মাধ্যমে এই চক্রে যুক্ত হয়েছে। সে সাঈদীর সহযোগী হিসেবে কাজ করতো। চালানপ্রতি সে পেতো ৩০-৩৫ হাজার টাকা।
এএসপি মো. কামরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

/এসজেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ রুশ তেল শোধনাগার
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ রুশ তেল শোধনাগার
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ