X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যে অভিযোগে নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৯, ১৮:১১আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৪

নুরুল হক নুর (ফাইল ছবি) ফেসবুকে মিথ্যা তথ্য প্রকাশ, গুজব ছড়ানোসহ উসকানিমূলক বক্তব্য প্রকাশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ডাকসু ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে। ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক এবং হল সংসদের বহিরাঙ্গণ ক্রীড়া সম্পাদক অর্ণব হোড়।

মামলার বাদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নুর উদ্দেশ্যপ্রণোদিতভাবে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছেন। তারা গুজব ছড়াচ্ছেন, মিথ্যা তথ্য প্রচার করছেন, তথ্য প্রমাণ ছাড়া নেতাকর্মীদের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করছেন। এসব কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

এজাহারে উল্লেখ করা হয়েছে—গত ২৬ ডিসেম্বর ধানমন্ডি থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, নুর গত ২৩ ডিসেম্বর ডাকসু ভিপি নামে ফেসবুক পেইজে পোস্ট করেছেন। এতে বলা হয়েছে, ‘বুয়েট ছাত্র আবরার, ঢাবির আবুবক্কর, চবির দিয়াজ, পুরান ঢাকার বিশ্বজিৎদের হত্যাকারী, শিক্ষাপ্রতিষ্ঠানের ত্রাস, ভিন্নমতের ওপর প্রতিনিয়ত হামলাকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই এই সময়ে মুক্তিযুদ্ধের চেতনা। স্বৈরাচারের বিরোধিতা ও ছাত্রলীগের সন্ত্রাস, হত্যাসহ নানা ধরনের বর্বরতার প্রতিবাদ করার কারণেই এ পর্যন্ত ৯ বার আমাকে হত্যাচেষ্টা করা হয়। সর্বশেষ গতকাল ডাকসুতে ঢাবি ছাত্রলীগের সভাপতি, ভারতীয় ‘র’-এর এজেন্ট, সনজিদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম এবং তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ নামক ছাত্রলীগের সন্ত্রাসী মঞ্চের সভাপতি বুলবুল ও মামুনের নেতৃত্বে আমাকে হত্যাচেষ্টায় ডাকসুতে ৩ দফা আমার ওপর হমলা চালানো হয়। সংগঠনের সহযোদ্ধাদের ওপর অসংখ্যবার হামলা চালানো হয়। আওয়ামী লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসীরা আজ পাকিস্তানি হানাদারদের থেকেও বর্বর হয়ে গেছে। সেটা তাদের কাজ-কর্মে, কথাবার্তায় ইতোমধ্যেই আপনারা টের পেয়েছেন। তাই দেশকে মুক্ত করতে, জনগণকে বাঁচাতে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন।’  

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গত ২২ ডিসেম্বর একই পেজ থেকে লাইভে আসেন রাশেদ খান। লাইভে তিনি বলেন, ‘আমাদের সবার এই যে মাথা আলাদা কইরা ফেলাইছে’ যা ডাকসু ভিপি নূরের কক্ষ থেকে প্রচার করা হয়। যা মিথ্যা ও ভিত্তিহীন। মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, ফেসবুক লাইভে প্রচার করা মিথ্যা গুজবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার উপক্রম হয়।

২৩ তারিখের পোস্টকে উসকানিমূলক দাবি করে বাদী অর্ণব হোড় বলেন, ‘উল্লিখিত উসকানিমূলক পোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সম্পর্কে সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট করাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জন্য অসম্মানজনক, মানহানিকর। এই কর্মকাণ্ডগুলো দেশ ও সমাজের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে। দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করে।

মামলার বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এখন তদন্ত করে অভিযোগের পক্ষে তথ্যগুলো যাচাই-বাছাই হচ্ছে।’ তদন্তে যা পাওয়া যাবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

 

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!