X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

শাবির তৃতীয় সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন যারা

শাবি প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৯, ০৬:২৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২০:০৬

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আসন্ন তৃতীয় সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন সেশনের ২০ শিক্ষার্থী। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৯৯তম একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাজীবনে অসামান্য কৃতিত্বপূর্ণ ফলাফল করায় এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন রাষ্ট্রপতি স্বর্ণপদকজয়ীরা। আগামী ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর কাছ থেকে এ স্বর্ণপদক গ্রহণ করবেন তারা।’

স্নাতক পর্যায়ের স্বর্ণপদকজয়ীরা হলেন ১৯৯৩-৯৪ সেশনের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের মোহাম্মদ মস্তাবুর রহমান, ১৯৯৫-৯৬ সেশনের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মোহাম্মদ জহিরুল হক, ১৯৯৬-৯৭ সেশনের রসায়ন বিভাগের নুর উদ্দিন আহমেদ, ১৯৯৭-৯৮ সেশনের গণিত বিভাগের আব্দুল্লাহ আল মামুন, একই সেশনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইফতেখার ইবনে বাসিত।

এছাড়া ২০০১-০২ সেশনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের  মো. রুহুল আমিন, ২০০২-০৩ সেশনের একই বিভাগের সাদিয়া সুলতানা, ২০০৩-০৪ সেশনের একই বিভাগের মো. আখতার হোসাইন, ২০০৫-০৬ সেশনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সিমরিকা থাপা, ২০০৬-০৭ সেশনের অর্থনীতি বিভাগের অমিত রায় ও ২০০৮-০৯ সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী বিলাল উদ্দিন এ পুরস্কার পাচ্ছেন।

অন্যদিকে স্নাতকোত্তর পর্যায়ে অসাধারণ একাডেমিক ফলাফলের জন্য ৯ জন রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন। এদের মধ্যে পাঁচজন সিজিপিএ ৪ এ ৪, তিন জন ৩.৯৯ এবং একজন ৩.৯৮ পেয়েছেন। স্নাতকোত্তর পর্যায়ে স্বর্ণপদক বিজয়ীরা হলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০০২-০৩ সেশনের  সৈয়দ মো. খালেদ রহমান, ২০০৩-০৪ সেশনের রসায়ন বিভাগের মো. সাইফুর রহমান, ২০০৪-০৫ সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণা সরকার রুপা, ২০০৫-০৬ সেশনের ফরেস্ট্রি অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মো. আব্দুল হালিম, ২০০৬-০৭ সেশনের পদার্থ বিজ্ঞান বিভাগের অনক সমাদ্দার, একই বিভাগের ২০০৭-০৮ সেশনের মো. তফাজ্জল হোসেন ভূইয়া, ২০০৮-০৯ সেশনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো. জাবেদ ফয়সাল, একই বিভাগের ২০০৯-১০ সেশনের মো. হযরত আলী ও ২০১০-১১ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অমিত রায়।

/এনএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশ, ৪ ফিলিস্তিনপন্থীর বিরুদ্ধে অভিযোগ গঠন
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশ, ৪ ফিলিস্তিনপন্থীর বিরুদ্ধে অভিযোগ গঠন
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ১৯ হাজার কিট দিলো চীন
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ১৯ হাজার কিট দিলো চীন
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪
‘আমরা দেখিয়েছি কীভাবে ফিল্ডিংয়ে ম্যাচের গতিপথ বদলানো যায়’
‘আমরা দেখিয়েছি কীভাবে ফিল্ডিংয়ে ম্যাচের গতিপথ বদলানো যায়’
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল