X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

শাহজালালে ‘ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম’ উন্নীত করার উদ্যোগ

চৌধুরী আকবর হোসেন
০১ জানুয়ারি ২০২০, ০৯:৪৫আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১০:৫৪

শাহজালালে অবতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ প্রতিবছরের মতো এবারও ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে সমস্যা হচ্ছে। এ কারণে ফ্লাইট শিডিউলে ঘটছে বিপর্যয়, দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। এয়ারলাইন্সগুলোকেও পড়তে হচ্ছে আর্থিক ক্ষতিতে। এ সমস্যা দূর করতে বিমানবন্দরের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম-আইএলএস উন্নীত করার উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আইএলএস উন্নীত করা হলে ঘন কুয়াশা বা ঝড়ো আবহাওয়ায় কম ভিজিবিলিটিতেও সহজেই এ বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণ করতে পারবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানবন্দরে অবতরণের জন্য পাইলটরা খালি চোখে রানওয়ে দেখার পর নিশ্চিত হয়ে অবতরণ করেন। তবে কম ভিজিবিলিটিতেও পাইলট যেন ফ্লাইট নিয়ে অবতরণ করতে পারেন, এজন্য বিশ্বজুড়ে বিমানবন্দরগুলোতে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) ব্যবহার করা হয়। খালি চোখে স্পষ্ট করে রানওয়ে দেখা না গেলে এই ব্যবস্থাপনায় (আইএলএস) বেতার তরঙ্গের মাধ্যমে পাইলট রানওয়ের অবস্থান সহজেই শনাক্ত করতে পারেন।

শাহজালালে অবতরণ করছে রিজেন্টের একটি উড়োজাহাজ সংশ্লিষ্ট সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে যে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) আছে সেটি হচ্ছে ক্যাটাগরি-১ এর। কিন্তু কোনও কারণে বিদ্যুৎ না থাকলে জেনারেটর চালু করে ক্যাটাগরি-১ এর আইএলএস কার্যকর করতে ৮ সেকেন্ড সময় লাগে। ফলে পাইলট এই আইএলএসের সহায়তা নিলেও এ ব্যবস্থার ওপরে পুরোপুরি নির্ভর করতে পারছেন না। কারণ, দ্রুত গতিতে আসা উড়োজাহাজ ৮ সেকেন্ড আইএলএস ছাড়া কম ভিজিবিলিটিতে অবতরণ করলে দুর্ঘটনার শঙ্কা থাকে। তবে আইএলএস ক্যাটাগরি-২ চালু করলে পাইলটকে এ ধরনের কোনও সংকটে পড়তে হবে না।

রানওয়েতে অবতরণের আগে ককপিটে পাইলট জানা গেছে, শীত মৌসুমে কুয়াশার কারণে প্রায় সময়ই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এতে দিনব্যাপী এয়ারলাইন্সগুলোর ফ্লাইট শিডিউলে বিপর্যয় দেখা দেয়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা বেশি থাকায় ভিজিবিলিটি কমে যায়। ফলে উড়োজাহাজ অবতরণ করতে পারে না। এছাড়া, বর্ষার মৌসুমে অতিবৃষ্টি, মেঘের কারণেও উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইএলএস  আপগ্রেডেশনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। একইসঙ্গে লাইটিং সিস্টেম আপগ্রেড করা হবে। বর্তমানে আমাদের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম-আইএলএস ক্যাটাগরি-১ এর। এখন ক্যাটাগরি-২ এ উন্নীত করা হবে। বর্তমানে ৫০০ মিটারের নিচে ভিজিবিলিটি কমে গেলে উড়োজাহাজ অবতরণ করতে পারে না। আইএলএস  ক্যাটাগরি-২ এ আপগ্রেড করা হলে ৫০০ মিটারের কম ভিজিবিলিটিতেও রানওয়েতে উড়োজাহাজ অবতরণ করতে পারবে।’

ছবি: চৌধুরী আকবর হোসেন

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল