X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ভিপির নুরের ওপর হামলা: আরও ১০ কার্যদিবস সময় চায় তদন্ত কমিটি

ঢাবি প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২০, ১৭:৫১আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:০৮

নুরুল হক নুরের ওপর হামলা (ফাইল ছবি)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা তদন্তে গত ২৩ ডিসেম্বর তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছয় সদস্যের ওই কমিটিকে ছয়দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কিন্তু আট কার্যদিবস পেরিয়ে গেলেও প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি। কমিটির সদস্যরা আরও ১০ কার্যদিবস সময় চেয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন বৃহস্পতিবার (২ জানুয়ারি) আমাকে বললেন কমিটিকে আরও কিছুদিন সময় দেওয়ার জন্য। তখন আমিও ভাবলাম সুষ্ঠু তদন্তের জন্য যদি সময় লাগে, তাহলে সময় দিতে হবে।’

তবে কমিটিকে কতদিন সময় দেওয়া হয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি উপাচার্য। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্দিষ্ট সময় বলতে পারবো না। সেটি কমিটির আহ্বায়ক বলতে পারবেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছি।’

তদন্ত কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘কমিটি ছয় কার্যদিবসের পর আরও ১০ কার্যদিবস সময় চেয়েছে। বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় অনেকের সঙ্গে কমিটি যোগাযোগ করতে পারেনি। তাই সময় নেওয়া হয়েছে।’

তদন্ত কমিটির অন্যতম সদস্য ও স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যতটুকু জানি তদন্তের কাজ শেষ হয়নি। আরও সময় চাওয়া হয়েছে।’

গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সমর্থকদের বেধড়ক মারধর করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এতে ভিপি নুরসহ অন্তত ৩০জন আহত হন। পরদিনই এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য অধ্যাপক অসীম সরকার, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, সিন্ডিকেট সদস্য মো. মিজানুর রহমান ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মাঈনুল করিম, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা।

এসআইআর/এমআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়