X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২০, ১১:২৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১২:১৪

মঙ্গলবার সকালে ঢাকার রাস্তায় হেড লাইট জ্বালিয়ে চলছে বাস

রংপুর বিভাগের পুরোটা ও রাজশাহী বিভাগের কিছু অংশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকবে। তবে আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আর আগামী সপ্তাহে আবারও তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা, নওগাঁ এবং রংপুর বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। এ অবস্থা আরও দুইদিন অব্যাহত থাকতে পারে।

আজও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস,  সোমবারও সেখানকার তাপমাত্রা একই ছিল। 

এছাড়া, ঢাকায় আজকের তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি, গতকাল ছিল ১২ দশমিক ১ ডিগ্রি। আজ ঢাকার তাপমাত্রা বেড়ে যাওয়ায় আগের তুলনায় শীত কম অনুভূত হচ্ছে।

ময়মনসিংহে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২, সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ৫। চট্টগ্রামে আজ সর্বনিম্ন ১৪ দশমিক ২, সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ৭, সিলেটে সর্বনিম্ন ১৪ দশমিক ৫, সর্বোচ্চ ২৩ দশমিক ৫, রাজশাহীতে সর্বনিম্ন ৯ দশমিক ২, সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি, রংপুরে সর্বনিম্ন ১০ দশমিক ৬, সর্বোচ্চ ২৩ দশমিক ৫ সেলসিয়াস।

খুলনায় একই আছে আজকের তাপমাত্রা। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮, সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি। বরিশালে তাপমাত্রা দুই ডিগ্রি কমেছে। আজ সেখানে তাপমাত্রা ১০ দশমিক ৫, গতকাল ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘এখনও বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বইছে। রংপুর বিভাগের পুরোটা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় আজও শৈত্যপ্রবাহ বইছে। আগামীকালও (বুধবার) একই অবস্থা থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তিনি জানান, আগামী সপ্তাহে ফের তাপমাত্রা কমার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।’

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, যেসব এলাকার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা আরও কিছু কমতে পারে। দেশের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 
ছবি: সাজ্জাদ হোসেন

/এসএনএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা