X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আ. লীগ কথা কম বলে, কাজ বেশি করে: আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ১৮:৫৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২০:১২

নির্বাচনি প্রচারে আতিক, ছবি: ফোকাস বাংলা মেয়র নির্বাচিত হলে দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার রাস্তাঘাট প্রশস্ত ও স্যুয়ারেজ লাইন করার কাজে হাত দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। তার দাবি, আওয়ামী লীগ কথা কম কাজে বিশ্বাসী।  

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মানিকদি,কালীবাড়ি,বাউনিয়া এলাকা থেকে অষ্টম দিনের গণসংযোগের শুরুতে তিনি এই কথা জানান।

আতিক বলেন,  ‘৯ মাসের জন্য দায়িত্ব নেওয়ার পর প্ল্যান করেছিলাম। রাস্তা প্রশস্ত করার প্ল্যানের আছে আমার। প্রধানমন্ত্রী আমাকে ২০ ফুটের রাস্তাকে ৬০ ফুট করে দিতে বলেছেন। এখানে অনেকেই বলছেন, স্যুয়ারেজ লাইনসহ রাস্তা চাই। এলাকাবাসীকে সুখবর দিতে চাই, স্যুয়ারেজ লাইন থেকে শুরু করে প্রশস্ত রাস্তা, ফুটপাত এবং রাস্তায় লাইট দেওয়া হবে।  এই প্রতিজ্ঞা এলাকার মানুষের সামনে আমি করলাম। কারণ ৯ মাস আমি কাজ করেছি। আমাকে ভোট দিলে আগামী ৬ মাসের মধ্যে কাজ শুরু হবে। আওয়ামী লীগ কথা কম বলে কাজ বেশি করে। আমিও বিশ্বাস করি কথা কম কাজ বেশি। আমি যেসব কাজের কথা বলবো সেগুলা হবে ইনশাল্লাহ।’

নির্বাচনি প্রচারে আতিক, ছবি: ফোকাস বাংলা তিনি আরও বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি কথা দিতে চাই, মেয়র, কাউন্সিলসহ সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনবো। এছাড়া প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে সবাইকে নিয়ে টাউন হল মিটিং করবো। যে মিটিংয়ে কাউন্সিলরসহ এলাকার জনগণ উপস্থিত থাকবেন। এলাকার যত সমস্যা, যা সমাধান হয়নি,এলাকার উন্নয়নে আর কী কী করার বাকি আছে, কোন কাজকে আগে করতে হবে অর্থাৎ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। যার মাধ্যমে জনগণের কাছে আমাদের সবার জবাবদিহিতা থাকবে।’

আতিকের পক্ষে প্রচার চালাচ্ছেন তা স্ত্রী

শুক্রবার কালিবাড়ি (বালুঘাট) বাউনিয়া মোড় গণসংযোগ শুরু করে মানিকদি, মাটিকাটা, লালসরাই এলাকায় এবং দুপুরের পর ভাষানটেক, বাইগারটেক, আলব্দীটেক, বারনকোট, দামালকোট ও বিআরবি কলোনি এলাকায় গণসংযোগের করেন তিনি।

এদিন নির্বাচনে প্রচার চালান আতিকুল ইসলামের স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম। করাইল বস্তিতে তিনি প্রচার চালান এবং নৌকার পক্ষে ভোট চান।

 

/এসও/এসটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
সর্বশেষ খবর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে