X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাখাইনে গণহত্যা হয়নি: মিয়ানমারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ০২:২০আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০২:৪২

২০১৭ সালে রাখাইনে নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা রোহিঙ্গা গণহত্যা বিষয়ে গাম্বিয়ার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণার পরে মিয়ানমার এক বিবৃতিতে বলেছে তাদের দেশে কোনো গণহত্যা হয়নি। অন্তর্বর্তীকালীন আদেশ সরাসরি প্রত্যাখ্যান বা গ্রহণ না করে ওই বিবৃতিতে বলা হয়, ‘মিয়ানমার কোর্টে হাজিরা দিয়েছে সম্মানিত বিচারপতিদের সাহায্য করার জন্য যাতে করে তারা সত্যনিষ্ঠ ও সঠিক তথ্য খুঁজে পায়।’

সম্প্রতি প্রকাশিত নিজেদের ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারির (আইসিওই) রিপোর্টকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, ‘রাখাইনে কোনো গণহত্যা হয়নি। সেখানে যুদ্ধাপরাধ হয়েছে এবং সেগুলি মিয়ানমারের জাতীয় অপরাধ বিচার সিস্টেমের অধীনে তদন্তাধীন অথবা বিচারাধীন আছে।’

তবে বিবৃতিতে বলা হয়, ‘এটি মিয়ানমারের জন্য গুরুত্বপূর্ণ যে মামলার গ্রহণযোগ্যতা অনুধাবন করে কোর্ট সঠিক সিদ্ধান্ত দিয়েছে।’ বিবৃতিতে দাবি করা হয়, কয়েকজন মানবাধিকার কর্মী মিয়ানমারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনার কারণে সবার কাছে রাখাইনের বিষয়ে সঠিক তথ্য প্রচার হয়নি। আর এই কারণে কয়েকটি দেশের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক খারাপ হয়েছে। এর ফলে রাখাইনে টেকসই উন্নয়নে মিয়ানমারের সক্ষমতার উপর প্রভাব পড়ছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরদার করে মিয়ানমার সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী রাখাইনে হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ শুরু করলে জীবন বাঁচাতে নতুন করে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এই নৃশংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মামলা করে গাম্বিয়া। মামলায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে রোহিঙ্গাদের সুরক্ষা ও সংঘাত আরও তীব্রতর না হওয়ার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিতে আদালতের প্রতি আহ্বান জানায় দেশটি। আর সেই আবেদনের ভিত্তিতেই বৃহস্পতিবার অন্তবর্তীকালীন আদেশ দেয় জাতিসংঘের আদালতটি।

/এসএসজেড/জেজে/
সম্পর্কিত
মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা: নিরাপত্তা পরিষদে নিজের অবস্থান তুলে ধরলো বাংলাদেশ
রোহিঙ্গাদের বাসা ভাড়া দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা
ফেরত যাবেন মিয়ানমারের ১৮০ সেনা, ফিরবেন ১৭০ বাংলাদেশি
সর্বশেষ খবর
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ