X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আতঙ্কিত না হয়ে সতর্ক হতে পবার ১৪ পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ১৫:৩৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৫:৪১

সেমিনারে বক্তব্য রাখছেন আবু নাসের খান

চীনে উৎপত্তি করোনা ভাইরাসের বিষয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। বন্দর ও চেকপোস্টগুলোতে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশও। অযথা আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক হয়ে সমন্বিতভাবে করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং বারসিক।

বুধবার (২৯ জানুয়ারি) পবা কার্যালয়ে অনুষ্ঠিত ‘করোনা ভাইরাস: শঙ্কা ও করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এই পরামর্শ দেন। পবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেমিনারে বক্তারা বলেন, যত বেশি পরিবেশগত সংকট ও দূষণ তৈরি হচ্ছে, ততই এমন সব রোগ ও মহামারী বাড়ছে। পরিবেশ ও প্রকৃতিকে সংরক্ষণ করে সামগ্রিক উন্নয়ন না ঘটালে করোনার মতো সংকট সামাল দেওয়া ভবিষ্যতে আরও কঠিন হয়ে উঠবে।

পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিতে এবং বারসিকের ফেরদৌস আহমেদ উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল আলোচনা উত্থাপন করেন চিকিৎসক ও শিশুসংগঠক ডা. লেলিন চৌধুরী। সেমিনারে বক্তারা করোনা প্রতিরোধে ১৪টি প্রস্তাব হাজির করেন। এরমধ্যে রযেছে— করোনা ভাইরাস নিয়ে মানুষের ভেতর তৈরি হওয়া আতঙ্ক কমিয়ে এই ভাইরাস প্রতিরোধে সম্মিলিত পরিকল্পনা গ্রহণ, এই ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে অযথা গুজব, সাম্প্রদায়িক বৈষম্যমূলক তথ্য ও আতঙ্ক ছড়ানো বন্ধ করে সত্যিকারের গঠনমূলক তথ্য-উপাত্ত পরিবেশন, চীনসহ বিদেশ থেকে যারা আসবেন এবং সেখানে যাবেন, তাদের ধারাবাহিক স্বাস্থ্যগত পরীক্ষা নিশ্চিত, চীনের সঙ্গে বাণিজ্য, পর্যটন, পড়াশোনা, চিকিৎসা, নির্মাণকাজ বন্ধ না করে পুরো প্রক্রিয়াকে ধারাবাহিক মনিটরিং, চীন বা বাইরে থেকে এসে কেউ অসুস্থ হয়ে পড়লে, সেই তথ্য  সরকারি হাসপাতাল বা এ বিষয়ে খোলা হটলাইনে জানানো, অসুস্থ রোগীকে হাসপাতালের আউটডোরে না আনা, বরং তার কাছে সেবাদানকারীদের যাওয়া দরকার, চিকিৎসাকেন্দ্র থেকে যেন কোনোভাবেই এই রোগ ছড়াতে না পরে, সেজন্য ব্যবস্থা নেওয়া জরুরি।

 

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!