X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শিশু সায়মা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২০, ০৯:৩৬আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৩:২৬

সামিয়া আফরিন সায়মা রাজধানীর ওয়ারিতে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রায় ঘোষণা করা হবে আজ।

সোমবার (৯ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আব্দুল হান্নান রায় ঘোষণা করবেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর এম এ আব্দুল বারী এ তথ্য জানিয়েছেন।

সায়মার বাবা আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে বলেন,‘হারুন আমার মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে। তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি এবং সেইসঙ্গে শাস্তি যেন  দ্রুত কার্যকর হয় সেটাও প্রত্যাশা করছি।’

পুলিশ হেফাজতে আসামি হারুন আর রশীদ বিচার প্রক্রিয়ার বিষয়ে আব্দুস সালাম বলেন,‘মামলার বিচার কার্যক্রম খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ হয়েছে। এতে আমরা সন্তুষ্ট। রায়ে যদি আসামির সর্বোচ্চ শাস্তি হয়, তাহলে আরও  বেশি সন্তুষ্ট হবো।’

তিনি বলেন,‘রায়টি যেন দৃষ্টান্তমূলক হয়। এমন রায় হোক— যা দেখে এরকম পাশবিক নির্যাতন ঘটানোর যেন আর কেউ সাহস না পায়। প্রতিটি পরিবারকে যেন নিজের সন্তানদের নিয়ে ভীতসন্ত্রস্ত না থাকতে হয়।’

এর আগে গত ৫ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করেন একই ট্রাইবুনাল। মোট ৫৮ দিনে এ মামলার বিচার কাজ শেষ করেন বিচারক।

গত বছরের ৩০ অক্টোবর হারুনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়ারি জোনাল টিমের প্রধান আরজুন।

প্রসঙ্গত, গত বছরের ৫ জুলাই সন্ধ্যা থেকে শিশু সায়মাকে তাদের বাসভবনে খোঁজ করে পাচ্ছিল না পরিবার। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই ভবনের নবম তলার ফাঁকা ফ্ল্যাটের ভেতরে তাকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরের দিন ৬ জুলাই সায়মার বাবা আব্দুস সালাম ওয়ারি থানায় মামলা করেন। ৭ জুলাই কুমিল্লা থেকে  হারুনকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে কারাগারে রয়েছে।

আরও পড়ুন:
ওয়ারীতে সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার

দ্রুত সময়ে হত্যাকারীর ফাঁসি চাই: সায়মার বাবা (ভিডিও)

শিশু সায়মাকে ধর্ষণ ও হত্যা মামলায় হারুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

 

 

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন