X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনা ইস্যুতে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৭:২৩আপডেট : ১১ মার্চ ২০২০, ২০:৪৮

করোনা ইস্যুতে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর করোনা ইস্যুতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১১ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নারী দিবসের আলোচনা ও কণ্ঠস্বরের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কী কী করতে হবে তা লিখিতভাবেই জানানো হয়েছে। গতকাল এই নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত দিইনি। কারণ, আইইডিসিআর সিদ্ধান্ত দিয়েছে, যে পরিস্থিতি এখনও দেশে বিদ্যমান, তাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রয়োজন নেই। যখন বন্ধ করতে হবে, তখন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবো।’
সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই সময় নানা ধরনের ইনফ্লুয়েঞ্জাও হয়। আমাদের সচেতন থাকতে হবে। এটি নিয়ে যেন কেউ গুজব না ছড়ায় সেটি দেখতে হবে। সঠিকভাবে তথ্য নিয়ে আমাদের যেটি পালন করা দরকার, সেটি যেন পালন করি। বিশেষ করে আইইডিসিআর যা বলছে, আমরা যেন সেটি পালন করি। সারা বিশ্ব করোনা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। আমারা সেদিক থেকে এখনও ভালো আছি।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসনিমা হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাসিমা খান মন্টি, ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সহ-সভাপতি নজরুল কবির, সাবেক সহ-সভাপতি মাহমুদা চৌধুরী ও ডি-ক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাদিরা কিরন।

/এসএমএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি