X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জামিন প্রতারণায় ২ জনকে পুলিশে সোপর্দ, আইনজীবীকে শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ২১:১৮আপডেট : ১১ মার্চ ২০২০, ২২:২৩

জামিন প্রতারণায় ২ জনকে পুলিশে সোপর্দ, আইনজীবীকে শোকজ হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা দুই মামলায় প্রতারণা করে জামিন নেওয়ার চেষ্টায় দুই আসামিসহ তদবিরকারীর বিরুদ্ধে মামলা করতে শাহবাগ থানাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আসামিদের আইনজীবী জুলফিকার আলী জুনুকে শোকজ করেছেন আদালত।

দুই আসামি হলো, কক্সবাজারের চকরিয়া থানার ছায়েরাখালীর জামাল উদ্দিন ও কামাল উদ্দিন। তাদের মামলার তদবিরকারী হলো নাজিম উদ্দিনের স্ত্রী সীমা। এরইমধ্যে আসামিদের শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুই আসামির জামিনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জুলফিকার আলী জুনু। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শাহীন মৃধা।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সামশুল আলম ও রুহুল আলম বাদী হয়ে কক্সবাজারের চকরিয়া থানায় হত্যা চেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন। একটি মামলায় চার জন ও অপরটিতে ১৫ জনকে আসামি করা হয়।

ওই দুটি মামলায় গত ২৪ ফেব্রুয়ারি আসামি জামাল উদ্দিন ও কামাল উদ্দিন হাজির হয়ে জামিন আবেদনের পর বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তাদের দুই সপ্তাহের জামিন দেন। দুই সপ্তাহ পর তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। একই দিন ওই মামলার অন্য আসামিরা বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ থেকে আগাম জামিনের আবেদন জানান। আদালত তাদেরও জামিন দেন এবং দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এদিকে জামাল ও কামাল হাইকোর্টের আদেশ অনুসারে জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির না হয়ে তথ্য গোপন করে পুনরায় বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে আগাম জামিনের আবেদন জানান। বুধবার (১১ মার্চ) তাদের জামিন আবেদনের শুনানি করতে গেলে প্রতারণার বিষয়টি আদালতের নজরে আসে।

সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শাহীন মৃধা বলেন, ‘এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এই দুই আসামির আবেদনের পক্ষেও আইনজীবী ছিলেন জুলফিকার আলী জুনু। তিনি তথ্য গোপন করে আসামিদের পক্ষে দ্বিতীয় দফায় আগাম জামিনের আবেদন করেছেন। আমরা আগের জামিন আদেশের পর আইনজীবী যে সার্টিফিকেট দিয়েছিলেন, সেটি আদালতে দাখিল করেছি। আদালত শুনানি শেষে দুই আসামিকে হাইকোর্ট থেকেই শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন। পুলিশে সোপর্দের পর তাদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে প্রতারণার মামলা দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এ মামলার আইনজীবী কেন তথ্য গোপন করেছেন, এক সপ্তাহের মধ্যে লিখিত আকারে তা ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা